1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ১২ মে ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন

রম্যরচনা # বেচেদিন ### সুমেরা জামান

  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩৯৬ বার
পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ
ফেসবুকের বেচেদিন মার্কেটে নিয়মিত ঘুরতে ঘুরতে আমার অবস্থা মারাত্মক ভয়াবহ ।😇
আহ্হা বেচেদিন মার্কেট বুঝলেন না! যেখানে পুরান জিনিস কেনাবেচা করা যায়। এই যেমন ধরেন আপনার চারটা বউ আছে। মেলা পুরাতন হয়ে গেছে? সমস্যা নেই। তারা বলবে বেচে দিন।
আপনি ভালো দামে বেচে দিলেন। তারপর আবার ভালো কিছু পেলে কিনে নিলেন। ওহ্ সরি বউ না বই হবে। 😶
এদের এসব পন্য দেখতে দেখতে সারাদিন আমার মাথার মধ্য একটা শব্দ বেচেদিন। 🥴
এখানে সবাই এতো আন্তরিক যে পন্যের বিক্রির কারন হিসেবে বলে আলমারী, বাড়ি খালি করার জন্য বিক্রি করে। পেটিকোট, চিরুনী, চামুচ, কাঁচের জার, বাড়ি, গাড়ি, টেবিল, মুরগী, বাচ্চার পটি, খেলনা সব আপনি বেচতে পারবেন কিনতেও। 😒
এসব দেখতে দেখতে
পরিস্হিতি অতীব মারাত্নক জটিল
আকার ধারণ করছে
কি রকমের মারাত্নক জটিল সেটা না বললে বুঝবেন না।🙃
এইতো সেদিন এক আপা স্ট্যাটাস দিলো, জানেন ধুলাতে আমার প্রচুর হাঁচি হয়।
আমি কমেন্টে বললাম বেচেদিন।
উনিতো অবাক।
কি বলেন!
বললাম হ্যাঁ যার হাঁচি নেই সে কিনে নিবে। কম দামে সেল করবেন তাহলে আপনার অন্য পন্যও দ্রুত বিক্রি হবে।
ধুর আপা কি যে বলেন না! হাঁচি কেউ কিনবে! 😲
আমি তো লজ্জা পেয়ে লাল হয়ে বললাম সরি সরি আমি ভাবছিলাম কাঁচি। 😩
এরপর একদিন একজন দুঃখ দুঃখ ইমো দিয়ে পোষ্ট করলো জানেন আমি ৫ কেজি আতপ চাল মিলে গুড়ো করতে দিয়েছিলাম তারা গমের সাথে বিক্রিয়া করিয়ে চালের গুড়াকে চাগের গুড়ো বানিয়ে দিয়েছে এখন কোন পিঠা তৈরী হচ্ছেনা 😢
আমি অতি উৎসাহ নিয়ে হাসি হাসি মুখের দুটি ইমো দিয়ে বললাম বেচে দিন।
🙄
উনিও মহা খুশি হয়ে আমাকে ইনবক্সে বললেন আপু আপনি কিনবেন? দাম বেশী রাখবো না। কারন একদম নতুন পিঠা।একবারও খাইনি। বিশ্বাস করেন।😋😋
মহা মছিবত! আমি কেন এসব কেকুবেকু বিক্রিয়া করা পিঠা কিনতে যাবো! এতো পাকনা চালাক পাবলিক। যে বুদ্ধি দিল তাকেই ফাঁসাচ্ছে।😯
আপতত ভাবছি আমার বুদ্ধি আর
কাউকে দিবনা। সবখানে বেচেদিন ব্যাপারটা সবাই মানতে পারছে না। তবে একজন মানুষের এতো বুদ্ধি থাকা ভালো না। এটা বুদ্ধির অপচয়। 🤭
আমার এই উন্নত বুদ্ধি ও কিন্তু মনে মনে বেচে দিতে চাচ্ছি সেটা আপাতত কাউকে বলা যাবেনা ভয়াবহ পরিস্হিতির অবসান না হওয়া পর্যন্ত। 🤐🤐
Image may contain: food

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..