1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

“ভালোবাসা মানে ভরসা বিশ্বাস নির্ভরতা দিয়ে পাশে থাকা” ### সুমাইয়া বুশরা।

  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ১১৩৮ বার

ভালোবাসা মানে খুশির সাথে খুশি মিলানো নয়!
ভালোবাসা মানে দুঃখের মাঝে খুশি বিলানো।
ভালোবাসা মানে সুসসময়ে পাশে থেকে দুঃসময়ে পালিয়ে যাওয়া নয়!
ভালোবাসা মানে সবসময়ে পাশে থাকা।
ভালোবাসা মানে আলোর মাঝে মশাল নিয়ে আসা নয়!
ভালোবাসা মানে ঘুটঘুটে অন্ধকারে একটু খানি কাঠি জ্বালানোর চেষ্টা।
ভালোবাসা মানে পাশে থাকার কথা দেয়া নয়!
ভালোবাসা মানে পাশে থেকে দেখিয়ে দেয়া।
ভালোবাসা মানে অচল পৃথিবীটা দীর্ঘচল করে দেয়া নয়!
ভালোবাসা মানে অচল পৃথিবী সচল করার চেষ্টা করা।
ভালোবাসা মানে প্রতিযোগিতা নয়,ভালোবাসা মানে দিন শেষে সেই মানুষটা!
যার কোলে মাথা রেখে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নেয়া যায়,
যার সাথে কথা বলে ভরসা পাওয়া যায়।
ভালোবাসা মানে ভরসা,
বিশ্বাস,নির্ভরতা দিয়ে পাশে থাকা।
হ্যা ভালোবাসা মানে দিনশেষে একটু ভালোরাখা। ❤

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..