1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
# মাহমুদা সুলতানা একা # কালো_মানিক বেসিনে গরম পানি ঢালার পূর্বে সতর্ক হোন!! ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ———————————– অভিনন্দন – শুভ জন্মদিন অবন্তী দেব সিঁথি ————————— — মেসবা খান ঢাকায় অবস্থানরত জামিয়া গহরপুর সিলেট’র ফুযালা ও প্রাক্তনদের আয়োজনে ❝মাহফিলে নূর❞ অনুষ্ঠিত —— হজ্জ ২০২৫ ও ওমরাহ বুকিং চলছে – – মক্কা হুজুর হজ্জ কাফেলা সাউথ বাংলা ট্যুরিজম ————————— প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুল রম্য কবিতা – অবশেষে হেডমাস্টার – – কলমে – – – – – চৈতালী দাসমজুমদার আলহামদুলিল্লাহ বহু প্রতিক্ষিত স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ, মানব সেবার লক্ষ্য ……. প্রস্তাবিত “জেড ওয়েল মেডিকেল কলেজ ও হসপিটাল লি:”

প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৪০ বার

বাসা# ১০৫, রোড নং# ৫, ব্লক# এ, পল্লবী, মীরপুর-১২,ঢাকা-১২১৬

প্রতিষ্ঠান পরিচিতিঃ

বিশ্বমানের শিক্ষা প্রদান ও প্রসারের লক্ষ্যে ১৯৯৯ সালে গড়ে উঠেছিল অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ‘প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুল’। শুরুতে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান হতো। এরপর ২০১৩ সালে ষষ্ঠ শ্রেণির কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্লে- গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। পাশাপাশি ২০১৫ সাল থেকে English Version এর কার্যক্রম শুরু হয়। বর্তমান স্কুলটিতে English Version এর প্লে- গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কার্যক্রম চলছে।

প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যঃ

“প্রকৃত মানুষ হও, সাফল্য তোমার পেছনে ছুটবে”। সেই লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি শিক্ষার্থীকে একজন আদর্শ নাগরিক, সুলভ ব্যক্তিত্ব, শৃঙ্খলা, সত্যনিষ্ঠা ও উদারতা, স্বদেশ প্রেম। ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা এবং যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

প্রতিষ্ঠানের মূলমন্ত্রঃ

 ‘শিক্ষা- শিষ্টাচার-সফলতা’ -এই মূলমন্ত্রই আমাদের পৌঁছে দিবে অভিষ্ট লক্ষ্যে। যেখানে শিক্ষার্থীরা মেধা ও মনন, সৃজন উৎসবে মেতে উঠে নেতৃত্বের নব আলোক ধারায় বির্নিমাণ করবে নতুন বিশ্ব।

শিক্ষার মূলে আত্মনির্ভরশীলতা তৈরি করতে আমাদের সাক্ষরতা অভিযানে যোগ দিন, এবং আপনার কমিউনিটির জন্য একটি বিশেষ দিন উদ্যোগ নেওয়ার অংশ হন।

সবুজ বিশ্বে প্রস্তুতি নিন! আমাদের বিজ্ঞান মেলা তে অভিজ্ঞান, আবিষ্কার, এবং নতুন ধারাবাহিকতা সহ আপনার কলারে জীবন আনুন।

 

সভাপতির বাণী:

এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি ইটের গাঁথুনিতে জড়িয়ে আছে আমার স্বপ্ন। এটি এমন এক স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে প্রথাগত শিক্ষার বাইরে এসে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা বিকাশে সর্বোচ্চ সুযোগ পাবে। সুযোগ পাবে নিজেদের বিকশিত করার, বহির্বিশ্বের উপযুক্ত করে নিজেকে মেলে ধরার।

একটি স্কুল নির্ধারণ করে দেয় একটি জাতি উন্নতির কোন স্তরে নিজেদের নিয়ে যেতে পারবে। শিক্ষার কাঁধে ভর দিয়েই আমাদের সমস্ত অর্জন। আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার সেই কাঁধকে শক্তিশালী করে চলেছে নিরন্তরভাবে। আর এক্ষেত্রে আমাদের সুশিক্ষিত শিক্ষক মÐলী, আধুনিক শ্রেণিকক্ষ এবং নিরাপদ পরিবেশ সবথেকে বড় ভূমিকা পালন করে চলেছে।

খুব প্রচলিত একটা প্রবাদ আছে, ‘জড়সব ধিংহ’ঃ নঁরষঃ রহ ধ ফধু’। ঠিক একইভাবে আমার এই স্বপ্ন একদিনে আজকের এই পরিণতি পায়নি। দীর্ঘদিনের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা আর একাগ্রতাই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে আজকের রূপ দিয়েছে।

প্রধান শিক্ষকের বাণী:

সেই আবহমান কাল থেকে মানুষ প্রকৃতি থেকে একটি সুন্দর জীবনের জন্য যে জ্ঞান আহরণ করে তাই শিক্ষা। শিক্ষা মানুষকে ভালো ও মন্দের মধ্যকার বিভেদ শেখায়। মেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না। প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে হয়। আর এই বিকাশ পূর্ণাঙ্গভাবে সর্বপ্রথম ঘটে শ্রেণিকক্ষে। জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, মনুষ্যত্ব দিয়ে তাকে মানুষ বানাতে হয়। পিতামাতা হলো সন্তানদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম অধ্যাপক এবং পরিবারই হল সবচেয়ে বড় বিদ্যাপীঠ। শিক্ষা প্রতিষ্ঠান হল মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। সেই বিকাশের অন্যতম কারিগর হল শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। আর এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়ে ছিল প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুল। আজ এই স্কুলটি ঢাকা শহরের সেরা স্কুলগুলোর মধ্যে অন্যতম। কেবলমাত্র ‘জিপিএ ৫’ নয়; আমাদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে প্রত্যেক শিক্ষার্থীর আত্মবিকাশ আমাদের প্রত্যাশা। কেবল অর্থনৈতিক উন্নতিই মানুষকে সুখ-শান্তি বা স্বস্তি দিতে পারে না। এজন্য প্রয়োজন ন্যায়, সত্য ও সুন্দরের চর্চার মধ্য দিয়ে মানবিক গুণাবলি অর্জন করা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..