1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
# আহারে # খোরশেদ ।। সমাজে নতুন অপরাধী চক্র তৈরী হচ্ছে কিন্তু ভবিষ‍্যতে এদের রক্ষা করবে কে??।। – – – আশিক ফারুকী “অতঃপর” __ সালমা আক্তার বীরাঙ্গনা নই আমি মুক্তিযোদ্ধা – – – শাহনাজ পারভীন মিতা জলপাই রঙের স্বাধীনতা – – – আরিফুল হাসান প্লাস্টিকের উৎপাদন বন্ধ করতে হবে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান – – – স্বাধীন আজম –   টাঙ্গাইল জেলা প্রতিনিধি, স্বপ্নমায়া – – – – মাহজাবীন আহমেদ বুড়ি মরে গেল – – – মোঃ আবদুল্লাহ ইউসুফ ইমাম প্রযুক্তির দুনিয়ায় শিক্ষার্থীদের এখন উন্নত জীবন গড়ার দারুণ সময়:– ————–টিপু সুলতান লেখক ও সমাজ চিন্তক ডায়াবেটিস নিয়ে সচেতনতাই পারে ডায়াবেটিস রোগ নির্নয় ও রোগের চিকিৎসা এবং সঠিক ব্যবস্থাপনা – – – ডা: সাদিয়া আফরিন 

# নতুন_বইয়ের_খবর_বইমেলার_বই – – – বই – শকুন্তলা বোর্ডিং – – – – লেখক- তাসনীম সাদিয়া সুহানা

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৪৬ বার
Open photo
লেখক পরিচিতি নাম- তাসনীম সাদিয়া সুহানা। খুব অল্প বয়স থেকে ঘটে যাওয়া দৈনিক ঘটনাগুলো নিজের মত করে ডায়েরির কিংবা লেখার খাতায় ছোট ছোট করে লিখে রাখতে ভালোবাসতাম । সেই থেকে লেখা লিখির অভ্যাস । নিজেকে গল্প বলার মানুষ হিসেবে পরিচয় দিতে বেশি ভালবাসি । গল্প বলার জন্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছি ছোট গল্প, কবিতা আর উপন্যাস । মানুষের জীবনে প্রতিনিয়ত ঘটে যাওয়া গল্প গুলোকে তুলে ধরার চেষ্টা করি অনবরত । সে চেষ্টার সফলতা হিসেবে স্কুল কলেজের ম্যাগাজিন গুলোতে লেখা ছাপা হলেও বড় আকারে প্রথম সফলতা আসে ২০১৯ এর একুশে বই মেলায়, পাঠাগার প্রকাশনী থেকে প্রকাশিত “দুই দুগুনে চার “ গল্প সমগ্রে নিজের লেখা একটি গল্প অন্তর্ভুক্ত হয়ে। এরপর বাংলার প্রকাশন থেকে প্রকাশিত কবিতা সংকলনে ছাপা হয় কবিতা । সেই থেকে নব উদ্যমে নতুন কিছু সৃষ্টির প্রচেষ্টায় বাঙালি পরিবারের সম্পর্কের বিভিন্ন দিকগুলো নিয়ে বৃহৎ আকারে ২০১৯ সালে রচনা করি প্রথম উপন্যাস “বিনি সুতার টানে” । বলার চেষ্টা করি মানুষের জীবনের নানা উত্থান পতন আর উন্মোচনের চেষ্টা করি কখনো কখনো জীবনের সাথে জড়িত রহস্যকে। যা ২০২০ সালের একুশে বই মেলায় অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত হয়। ২০২১ সালে একই প্রকশনী থেকে বের হয় আমার আরেকটি সমকালীন উপন্যাস- খাঁচা। এছাড়া ২০২০ ও ২০২১ একুশে বই মেলায় অসংখ্য গল্প ও কবিতা সংকলনে গল্প ও কবিতা প্রকাশিত হয়। ২০২২ সালে এশিয়া পাবলিকেশনের ব্যানারে অনুজ প্রকাশন থেকে প্রকাশিত হয় আমার প্রথম একক গল্প গ্রন্থ -‘শব্দ’। জন্ম থেকে বেড়ে উঠা চট্টগ্রাম শহরে। ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শেষ করে জড়িয়ে পরি লেখা লেখির এই জগৎটাতে । গল্প সেতো গল্প নয় জীবনেরও কথা কয় এই নশ্বর জীবনে গল্পরাই কেবল হয়ে থাকে অবিনশ্বর। এই বিশ্বাস নিয়ে লিখে যেতে চাই আরো অনেক গল্প কবিতা আর উপন্যাস । বেঁচে থাকতে চাই মানুষের মনে। আর তার জন্য পাঠকের দোয়া আর ভালবাসা কাম্য ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..