1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

যমের মুল্লুকে আপনাকে স্বাগত – – – শারমিন সুলতানা তন্বী

  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার
আপনি কী ভাবছেন? এখান থেকে বেরুবেন কী করে?
এসব ভেবে অযথা সময় নষ্ট করবেন না। বসুন।
একবার যখন এসেই পড়েছেন তবে বাষ্পের মতো বাদামী বর্ণের ধোঁয়ায়…
আরে দেখুন তো,আপনি তো কাঁপছেন।
আচ্ছা ঠিক আছে, সময় নিয়ে ধীরে সুস্থে না হয়…
পানি খাবেন? চা কফির বালাই এখানে নেই। সেদ্ধ দু’টো জলপাই দিতে পারি বড়জোর।
শুনুন, বাঁদিকটায় সাপের গর্ত, ওদিকে আপাতত যাবেন না। ডানে একটু সামনে গেলেই চোরাবালির চিকচিক।
পা ফেললে সোজা নরক। আচ্ছা আপনার স্বর্গে যাওয়ার সম্ভাবনা টম্ভাবনা নেই তো। অবশ্য থাকলেই কি! এখানে যখন… সে যাগগে, কাজের কথায় আসি।
সন্ধ্যা হলে একটা কালো মতোন জোঁক এসে যেটুকু রক্ত আছে সেটুক শুষে নেবে, ও নিয়ে ভাববেন না। মাংস নিয়ে একটু চিন্তার বিষয় আছে? এখান শেয়ালে শেয়ালে সন্ধি নেই কি না তাই।। ঐ এক একজন একেক টুকরো নেবে এই আর কি।
হাড়? কুকুরে কুকুরে মাসতুত ভাই।
আমি আসছি। বিষের পেয়ালা রইল। হুট করেই খেয়ে নেবেন। ওত ভাবাভাবির কিছু নেই।
ভাবলেই মন বদলে যেতে পারে।
আত্মহত্যা বীরের কাজ।
ক’জন পারে!
আর হ্যাঁ জানলা খুলবেন না খরবদার।
জানলার ওপারে নীলাকাশ, প্রজাপতি আর ঘাস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..