আমার দেশের সোনার ছেলেরা
হয়েছে সব ডিজিটাল।
সবার হাতেই মোবাইল ফোন
তথ্য প্রযুক্তির কল্যাণে।
দূরের খবর আদান প্রদানে
তুলনা যে নাই।
জয় করেছে সবার মন
ফেসবুক আর মেসেঞ্জারে।
কর্ম ভুলে চেটিং করে
ছেলে বুড়ো মায়েরা।
সেই সুযোগে কিছু মানুষ
মেয়েদের করছে উত্ত্যক্ত।
ফোন নম্বর চেয়ে বার্তা
কুরুচি করে এস এম এস।
এডিট করে ছবি বানিয়ে
ইচ্ছে ছেড়ে ইন্টারনেটে।
নারীরাই সাইবার বুলিং এর
শিকার হচ্ছে বেশি।
মেয়েরা বুঝি দুর্বল অসহায়
তোমাদের এই ভাবনা।
শোন মেয়েরা মায়ের জাত
বাজারের সস্তাপণ্য নয়।
সবার আছে মা-বোন পারকি
তাদের অসম্মান করতে?
তবে কেন কর এমন
ব্যবহার আমাদের সাথে?
দাঁড়াও একবার চিন্তা কর
তুমি কি সঠিক?
পরিশেষে নাছিমা আক্তার বলে
আর নয় বুলিং।
Leave a Reply