1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাবা – – – – – জেবুন্নেসা কাকলী “সাজাবো” – – – – ডাঃ ফিরোজ খান বশেমুরকৃবি শিক্ষক সমিতি নির্বাচন ২০২৫ এ প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান সভাপতি ও প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত এই (বাড়ি ও জমি এবং জমিসহ বাড়ি) গুলো বিক্রয় হবে গল্প – – সোনালী বিকেল – – – – সুবর্ণা রায় গণতন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো আলোচনা – – – – ফাতেমা বেগম শীতের গীত – – – – আলেয়া আরমিন আলো নতুন প্রজন্মের আস্থার প্রতিক আব্দুল লতিফ ………………………………………………… টাঙ্গাইলের মধুপুরে বন-বিভাগের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদসভা ৩০ ডিসেম্বর–২০২৪, স্বাধীন আজম,  টাঙ্গাইল জেলা প্রতিনিধি  ওয়াটসঅন অ্যাওয়ার্ডস ও আইটি সার্টিফিকেশন ২০২৫ ………………………………………

আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম তবে….. ### ফাতেমা জাহান লুবনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ২৫৯৯ বার
১) দেশের নারীদের জন্য সম্পূর্ণ আলাদা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতাম যেখানে নারীরাই শিক্ষক, কর্মচারী হয়ে সেগুলোকে পরিচালনা করত।
২) পুরুষদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতাম যেখানে পুরুষরাই শিক্ষক ও কর্মচারী হয়ে সেগুলোকে পরিচালনা করত।
৩) মিশ্র শিক্ষা ব্যবস্থার বিলুপ্তির পাশাপাশি কর্মক্ষেত্রও আলাদা করতাম। যেমন নারীদের জন্য আলাদা ব্যাংক, বাজার ব্যবস্থা, বাস সার্ভিস ইত্যাদি চালু করতাম।
৪) শিশুদের তদারকির জন্য বেবি হোম বা নার্সারির সংখ্যা বৃদ্ধি করতাম যাতে কর্মজীবী ও পড়ুয়া নারীরা সহজেই বেবি রেখে নিশ্চিন্তে লেখাপড়া ও কাজকর্ম করে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
৫) সরকারী চাকুরিতে বয়সের সীমারেখা উঠিয়ে দিয়ে অবসরের আগ পর্যন্ত রাখতাম যাতে চাকরির জন্য দৌড় বন্ধ হয়ে নিশ্চিন্তে সৎরুজি হতে যার যেটা ভালো লাগে সেটাকে জব হিসেবে বেছে নিতে পারে।
৬) পতিতালয় বন্ধ করে দিতাম। কোন হোটেলে বা অন্যত্র যাতে ঐ ধরণের ঘৃণ্য কাজ কেউ করতে সাহস না পায় তার তদারকি করতাম।
৭) মেয়েদের বিয়ের বয়স ষোলো ও ছেলেদের আঠারো রাখতাম। আর বিয়ের খরচ কিয়দংশ বহন করতাম যাতে বিবাহ সহজ হয়ে যায়।
৮) বহুবিবাহকে সহজ করে দিতাম। তবে সবার যাতে নিজ নিজ অধিকার নিশ্চিত হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতাম।
৯) প্রতিটি গ্রামে সরকারি ভাবে জমি চাষ করে তার পাশেই রক্ষণাবেক্ষণের ব্যবস্থা ও খাদ্য বিভিন্ন ভাবে প্রক্রিয়া জাত করার ব্যবস্থা রাখতাম।
১০) বিদেশ থেকে আমদানির পরিমাণ শূন্যের কোঠায় কমিয়ে রফতানি বৃদ্ধির দিতে নজর দিতাম।
১১) বিদেশ যেতে হুমড়ি খাওয়া যুবকদের নিজ এলাকায় উদ্যোক্তা হবার জন্য প্রণোদনা দিতাম।
১২) বিদেশে বিশেষত সৌদিতে নারী কর্মী ভিসা বন্ধ করে দিতাম কারণ আমার দেশের নারীদের ইজ্জতের বিনিময়ে রেমিটেনসের দরকার নেই।
১৩) রাস্তাঘাটগুলোর পাশে শুধু ফুল গাছে ভরে দিতাম যাতে পুরো দেশটাই ফুলের দেশ হয়ে ওঠে।
১৪ ) বাসগুলোতে ব্যক্তি মালিকানার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন করে সুষ্ঠু ভাবে পরিচালনা করতাম যেখানে দোতলা বাস অধিক থাকত।
১৫) রেললাইনের প্রসার ঘটিয়ে বাস, গাড়ীর উপর চাপ ও যানজট কমাতাম।
১৬) দেশে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাতাম আর শাঈখ সিরাজকে কৃষিমন্ত্রী বানাতাম।
আমার আরো নানাবিধ পরিকল্পনা আছে তবে মানুষ তো কত রকমের স্বপ্ন দেখে। আমি অবশ্য প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছি না তবে সত্যিই যদি হয়ে যেতাম তবে কী কী কাজ করতাম সেগুলোর একটি রূপরেখা বললাম। যা হোক যদিও এটা একটা ফান পোস্ট তবে দেশকে এগিয়ে নিতে কিছু দিক বা সাধারণ মানুষ হিসেবে আমার কিছু দৃষ্টিভঙ্গি প্রকাশ করলাম মাত্র। দেশের মানুষ ভালো থাকুক , দেশ এগিয়ে যাক এটাই আমার একান্ত চাওয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..