তারিখঃ- ২৮/১১/২০২০ হইতে ০৩/১২/২০২০ এর মধ্যে
শনিবার থেকে বৃহস্পতিবার………..
ফলাফল শুক্রবার যে কোন সময়
সম্মানিত প্রিয় কবি ও সাহিত্যিক বন্ধুরা, কথাকুঞ্জ সাহিত্য পরিষদের পক্ষ থেকে নিয়মিতভাবে সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই আমন্ত্রিত। প্রিয় বন্ধুরা সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কথাকুঞ্জ সাহিত্য পরিষদকে এগিয়ে নিতে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।
কবিতা জমাদানের নিয়মাবলি–
১.অবশ্যই কবিতার উপরে সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব নং উল্লেখ করতে হবে।
২. কবিতা এবং কবির নাম লিখতে হবে
৩. অবশ্যই বানান নির্ভুল হতে হবে
৪. অবশ্যই তারিখ ও বিভাগ উল্লেখ করতে হবে
৫. ধর্ম ও রাজনৈতিক সহিংসতা মূলক কবিতা গ্রহণ যোগ্য নয়।
৬. যাদের প্রফাইল লক করা আছে তারা প্রযোজনে ছবি কবিতার সাথে দিয়ে যাবেন।
৭.প্রবাসী লেখকগণ অবশ্যই নিজের দেশের নাম অথবা জেলার নাম উল্লেখ করতে হবে৷
৮. কোন ধরনের কপি লেখা কবিতা দেওয়া যাবে না।
৯. কোন ধরনের ছবি সম্বলিত কবিতা জমা দেওয়া যাবে না।
৭.একজন কবি সর্বোচ্চ একটি কবিতা জমা দিতে পারবেন।
১০.কবিতা অবশ্যই পোস্টের ইনবক্সে জমা দিতে হবে।
১১. শনিবার থেকে বৃহস্পতিবার নিদিষ্ট সময়ের মধ্যে কবিতা জমা দিতে হবে।
Leave a Reply