1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

একলা চলা জীবন – – – লিলি জেসমিন —————-

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৪২ বার

একলা চলা জীবন আমার
চলতেই হবে একা
দুঃখ সুখের সাথী হয়ে
কেউই হবেনা সখা।
মিথ্যে স্বপ্ন মিথ্যে আশায়
গোলক ধাঁধায় পড়ে
আর কত হোঁচট খাবো
এই অবেলায় এসে।
আপন আপন করে যে মন
আসলেই কেউই নয়
এমন আপন,
কষ্টের দিনে শান্তনাতে
নিবে কাছে এমন।
মুখে মুখে সবাই আপন
প্রাণের চেয়ে প্রিয় সুজন,
স্বার্থের কাছে কেউ কারো নয়
এটাই হলো সাধের জীবন।
ভালোবাসা প্রেম বন্ধুত্ব
কিছুই নয় আর সত্য
সবি অবুঝ মনের মিথ্যে মায়া
ভুল চোখের নেশার ভুল স্বপ্ন।
জীবন চলার কঠিন পথে
কেউ হবেনা সারথী
একবার বিপদে পড়লে বুঝবে
সবাই যোজন দুরবাসি।
সংগ্রামী এই জীবনে
জীবন যুদ্ধে টিকতে হলে
সত্যপথে শক্ত মনে
লড়াই করে বাঁচতে হবে।
একলা চলা এই জীবনে
শক্ত হাতে চলার পথের হালটি ধরে,
মহা মহিমের প্রিয় নামের প্রতি
বিশ্বাস ও আস্তা রেখে,
একলাই যে পথ চলতে হবে।
জীবন যুদ্ধের কঠিন রথে
সহায় মোর আল্লাহ আছেন
এইটুকু আত্মষিশ্বাস অন্তরে নিয়ে,
বাকী জীবন দিব কাটিয়ে।
এক জীবনের শেষ যে আশা
ইনশাআল্লার নেই ভরসা
হইলেও কিছু হইতে পারে
ভাগ্যে যদি থাকে।।
০৪\০৮\২২
May be a close-up of 1 person

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..