1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

পথ হারানো পথিক” —– (গীতিকাব্য) আব্দুছ ছালাম চৌধুরী

  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ২৭৪ বার

পথে পথে হেঁটে হেঁটে—যেই পথ আমি খুঁজি,
সেই পথ যে নহে আমার, আমি তাহা বুঝি/ওগো আমি তাহা বুঝি—
আমার পথ-তো চন্দ্র মুখে
নীল আকাশে ওই
আমি যাবো তুমিও যাবে—
যতো করি হৈচৈ—
থাকতে সময় ধরো সে পথ, সেজদা করো রোজই,
পথে পথে হেঁটে হেঁটে—যেই পথ আমি খুঁজি,
সেই পথ যে নহে আমার,আমি তাহা বুঝি।।
নদীর পথে নৌকা চলে
ঢেউয়ে ঢেউয়ে খেলে,
পাল তুলিয়া বৈঠা ধরে
মাঝি নিজেও হেলে,,
পাড়ি দিতে মাঝ দরিয়ায়, হারাইলো তার পুঁজি,
পথে পথে হেঁটে হেঁটে—যেই পথ আমি খুঁজি,
সেই পথ যে নহে আমার,আমি তাহা বুঝি।।
জীবন পথের অংক কষে
সবই লাগে শূন্য,
এ কূল ও কূল ভেঙ্গে গেলো
নাহি হলো পূর্ণ —
যাদের সুখে পুড়লো জীবন, তাদের সুখেই মজি,
পথে পথে হেঁটে হেঁটে—যেই পথ আমি খুঁজি,
সেই পথ যে নহে আমার,আমি তাহা বুঝি।।
১০/৫/২০২২—লন্ডন”
May be an image of 1 person and text that says "পথ হারানো পথিক আব্দুছ ছালাম চৌধুরী"

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..