1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

হায় স্মার্ট – – – শিলু জামান

  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৬৬ বার

গলার উপরে ওড়না জড়ানো মেয়েটি
হলো স্মার্ট ,
স্কীন টাইট লেগিন্সে হিপের উপরে টপস
পরা মেয়েটি হলো স্মার্ট,
বাইকের দুদিকে পা দিয়ে বসা মেয়েটি হলো স্মার্ট,
পার্কে বসে ওপেন চুম্বন করা মেয়েটি হলো স্মার্ট,
স্লীভলেস পোষাকের মেয়েটি হলো এই সমাজের স্মার্ট,
নেটের শাড়িতে নাভীমূল বের করে চলা মেয়েটি হলো স্মার্ট।
আটপৌরে শাড়ির রমনী হলো আনস্মার্ট
ফুলহাতা ব্লাউজ পরা রমনী হলো আনস্মার্ট
কথায় কথায় ইংরেজী না বলা মহিলা হলো আনস্মার্ট,
ঘরদোর গুছিয়ে রাখা পতিভক্তি রমনী হলো আনস্মার্ট,
পর্দায় জড়ানো রমনী হলো আনস্মার্ট।
বর্তমান সমাজ পঁচে গেছে কিছু নষ্টা মানুষের ভীড়ে,
স্মার্ট, আনস্মার্ট এর ভাষা গুলিয়ে ফেলেছে
শিক্ষার কাছে,
যত বেশী শিক্ষিত ততোবেশী খোলামেলা,
আর যতোবেশী খোলামেলা ততোবেশী স্মার্ট,
একজন ভার্সিটির মহিলা শিক্ষক ক্লাসে ঢুকেন হয় ওড়না গলার উপরে উঠিয়ে
না হয় নেটের শাড়িতে নাভীমূল বেরকরে,
কি শিখছেন আগামী প্রজন্ম,
কেন হবেনা ধর্ষণ, কেন হবেনা ডিভোর্স,
আমরাই তৈরী করছি নোংড়া সমাজ
আমরাই তৈরী করছি ধর্ষক আর খুনী।
( হয়তো বলবেন হয়তো বলবো দৃষ্টি শক্তি পাল্টাই পাল্টাবে সমাজ , আসলে কি তাই?)
একজন নারী হয়ে ও সত্য কথা তুলে ধরলাম হয়তো অনেকের ভালো লাগবে না ,
তবুও সত্য বলতে কখনো ভয় পাইনি আর পাবো ও না ।
ভালো না লাগলে এড়িয়ে যাবেন।
সমাজে তসলিমা নাসরিন এর কিন্তু অভাব নেই,
দোষী তসলিমা নাসরিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..