- banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
ফেরারী ———-আরিফা রহমান
-
আপডেট টাইম :
মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
-
২১৩
বার
অচিন দেশের মানুষ তুমি
প্রাণতো তোমায় চিনে না
নাহি রইলে সম্ময়নে
মন যে মানেনা।
সদাই খুঁজি তোমার তরে
কোথায় তুমি কোন বনে?
বিরহ ব্যথায় ব্যথিত আমি
বাঁধ মানেনা মনে।
কোন গগনের তারা তুমি?
কোন স্বপনের পারা?
তোমার তরে কেঁদে কেঁদে
জীবন হলো সাড়া।
জানতাম যদি এমনি করে
পালিয়ে যাবে তুমি
তোমার তরে দেখা কবু
নাহি দিতাম আমি।
নিউজটি শেয়ার করুন..
এ জাতীয় আরো খবর..
Leave a Reply