1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
# আহারে # খোরশেদ ।। সমাজে নতুন অপরাধী চক্র তৈরী হচ্ছে কিন্তু ভবিষ‍্যতে এদের রক্ষা করবে কে??।। – – – আশিক ফারুকী “অতঃপর” __ সালমা আক্তার বীরাঙ্গনা নই আমি মুক্তিযোদ্ধা – – – শাহনাজ পারভীন মিতা জলপাই রঙের স্বাধীনতা – – – আরিফুল হাসান প্লাস্টিকের উৎপাদন বন্ধ করতে হবে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান – – – স্বাধীন আজম –   টাঙ্গাইল জেলা প্রতিনিধি, স্বপ্নমায়া – – – – মাহজাবীন আহমেদ বুড়ি মরে গেল – – – মোঃ আবদুল্লাহ ইউসুফ ইমাম প্রযুক্তির দুনিয়ায় শিক্ষার্থীদের এখন উন্নত জীবন গড়ার দারুণ সময়:– ————–টিপু সুলতান লেখক ও সমাজ চিন্তক ডায়াবেটিস নিয়ে সচেতনতাই পারে ডায়াবেটিস রোগ নির্নয় ও রোগের চিকিৎসা এবং সঠিক ব্যবস্থাপনা – – – ডা: সাদিয়া আফরিন 

কবিতা স্বাধীনতা – – – তৌহিদুল ইসলাম কনক

  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১৩৯ বার

 

কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত কবিতা স্বাধীনতা অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ শুক্রবার ২৫ মার্চ ২০২২ সন্ধ্যা ছয়টায় সুন জি চাইনিজ রেস্টুরেন্টে ,। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনক এর পরিচালনায় সাংগঠনিক সম্পাদক কবি ইকবাল হোসেনের স্বাগত বক্তব্যে কবি সংসদ বাংলাদেশ এর আজীবন সদস্য ও কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কবি আসাদ কাজল , সাহিত্য গবেষনা সম্পাদক কবি সেতু পারভেজ, প্রকাশনা সম্পাদক কবি আরিফা মিলি, লেখক কল্যাণ সম্পাদক কবি মাহমুদা ইয়াসমিন , সম্মানিত অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মুসলিমা জাহান ময়না, আজকের সাংগঠনিক আলোচনায় যেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আগামী জুন মাসের তৃতীয় শুক্রবার আন্তজার্তিক বঙ্গবন্ধু কবিতা উৎসব ২০২২। সর্বসম্মতিক্রমে জুন মাসে ২৮ তম বঙ্গবন্ধু কবিতা উৎসব টি আন্তর্জাতিক পর্যায়ে রূপ নেয়ার সিদ্ধান্ত হয় । সেই সাথে অভি সংসদ বাংলাদেশের বিশেষ প্রকাশনা কবি বুলেটিন প্রকাশ করা। প্রকাশনা সম্পাদক আরিফা মিলি অন্যান্য সম্পাদকদের নিয়ে নিয়মিত প্রকাশ করবেন। বাংলা নববর্ষ পালন করার বিষয়ে স্থগিত থাকবে। উইত্র রমজান মাস উপলক্ষে বৈশাখের কোন অনুষ্ঠান কবি সংসদ বাংলাদেশ না করার পক্ষে। রমজান মাস উপলক্ষে নির্বাহী কমিটি একটি ইফতার পার্টির আয়োজন করবে । ১৫ ই মে পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে কবি সংসদ বাংলাদেশ থেকে ১০ জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। আগামী মাসে এপ্রিল মাসের ১ তারিখ থেকে কবি সংসদ প্রকাশন এর যাত্রা শুরু হবে। এই প্রকাশনার চেয়ারম্যান কবি রাজু আলীম প্রকাশক, কবি তৌহিদুল ইসলাম কনক । শুরুতে প্রথমেই বাংলা ভাষাভাষী কবিদের কবিতার বই প্রকাশ করা। আমরা খুবই মর্মাহত এই সাংগঠনিক সভায় নির্বাহী সভাপতি কে বারবার অংশগ্রহণ করার জন্য অনুরোধ করলে এই অনুরোধটুকু তিনি রাখতে পারেননি। একজন নির্বাহী সভাপতি সংগঠনের নির্বাহী সময়টা না দিয়ে অন্যান্য সংগঠনের সাথে ব্যস্ত থাকায় সদস্যরা হতাশা প্রকাশ করছে। এইভাবে চলতে থাকলে সংগঠনের নির্বাহী সভাপতি আমরা সফলতা আশা করতে পারি না। অনেকই কবি সংসদ বাংলাদেশ এ দূর থেকে ভালোবাসা দেখালেও অনুষ্ঠানের সময় দূরত্ব বজায় রাখে। এ বিষয়টি খুবই দুঃখজনক। হয়তো সামনে নির্বাহী কমিটির সাংগঠনিক সভার প্রয়োজন । যেখানে একটি পূর্ণাঙ্গ বক্তব্য প্রকাশ করার সুযোগ থাকবে। ঢাকার বাইরে পরবর্তী অনুষ্ঠান খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, চট্টগ্রাম বিভাগ, আশা করি সকলের সহযোগিতায় কমপক্ষে ১০  টি কবিতা উৎসব সফল করা সম্ভব। সভায় সমাপনী বক্তব্য রাখেন, সেই সাথে, রাতের হালকা খাবার খেয়ে গন্তব্যমুখী হয়ে যাই যার যার বাসায়। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..