1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
# আহারে # খোরশেদ ।। সমাজে নতুন অপরাধী চক্র তৈরী হচ্ছে কিন্তু ভবিষ‍্যতে এদের রক্ষা করবে কে??।। – – – আশিক ফারুকী “অতঃপর” __ সালমা আক্তার বীরাঙ্গনা নই আমি মুক্তিযোদ্ধা – – – শাহনাজ পারভীন মিতা জলপাই রঙের স্বাধীনতা – – – আরিফুল হাসান প্লাস্টিকের উৎপাদন বন্ধ করতে হবে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান – – – স্বাধীন আজম –   টাঙ্গাইল জেলা প্রতিনিধি, স্বপ্নমায়া – – – – মাহজাবীন আহমেদ বুড়ি মরে গেল – – – মোঃ আবদুল্লাহ ইউসুফ ইমাম প্রযুক্তির দুনিয়ায় শিক্ষার্থীদের এখন উন্নত জীবন গড়ার দারুণ সময়:– ————–টিপু সুলতান লেখক ও সমাজ চিন্তক ডায়াবেটিস নিয়ে সচেতনতাই পারে ডায়াবেটিস রোগ নির্নয় ও রোগের চিকিৎসা এবং সঠিক ব্যবস্থাপনা – – – ডা: সাদিয়া আফরিন 

টেলিপ্রেস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২

  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২৮১ বার
 টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)’র আয়োজনে টেলিপ্রেস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ প্রদান ১২ মার্চ, শনিবার, বেলা ১২টা ঢাকা ক্লাব’র স্যামসন এইচ চৌধুরী সেন্টার (২য় তলা) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও কবি-সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম।
ট্রাব সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠান স্বাগত বক্তা ট্রাব সাধারণ সম্পাদক অন্জন রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটি সদস্য সচিব হামিদ মোহাম্মদ জসিম ও উপস্থাপনায় ছিলেন খন্দকার ইসমাইল।
টেলিপ্রেস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ পেলেন যারা মমতাজ বেগম এমপি, সাংবাদিক ও কথাসাহিত্যিক আনিসুল হক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)’র সাবেক সভাপতি আবদুর রহমান, মুক্তিযোদ্ধা ও সমাজসেবক কাদের খান, বিশিষ্ট গীতিকবি হাসান মতিউর রহমান, রবীন্দ্র সঙ্গীত শিল্পী সোহেলা হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক ড. হামিদা খানম, সাংবাদিক ও চ্চলচিত্র পরিচালক শাহজাহান চৌধুরী, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, বাংলা কারস্ লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, নভোএয়ার’র এমডি মফিজুর রহমান, রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)’র ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, তিস্তা সোলার লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, এসিআই ইয়ামাহার নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) মিডিয়া ব্যক্তিত¦ তাশিক আহমেদ, গ্লোবাল ব্রান্ডস এন্ড টেলিপ্রেস সি ই ও অ্যান্ড প্রেসিডেন্ট কবি, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম, চ্যানেল আই’র বিশেষ সংবাদদাতা ও মেট্রোসেম ট ুদ্যা পয়েন্ট’র উপস্থাপক সোমা ইসলাম, বাঘ ইকো মটরস’র প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম বাপ্পী, গীতিকার- অভিনেতা ও প্রযোজক শেখ শাহ আলম, প্রযোজক ও সাবেক সিনিয়র জেল সুপার মো. ফরমান আলী, চলচ্চিত্র প্রযোজক ও সংগঠক খোরশেদ আলম খসরু, বাংলাদেশ টেলিভিশন’র সরাসরি ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ হিল্লোল’র প্রযোজক নূর আনোয়ার রঞ্জু, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র যুগ্মমহামচিব লিটন এরশাদ, রন্ধন শিল্পী নিপা রাজ্জাক, ইউএস-বাংলা এয়ারলাইন্স’র মহাব্যবস্থাপক –(জনসংযোগ)’র মো. কামরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন’র উপস্থাপক মুনা চৌধুরী, ত্রিমাত্রা লিমিটেড’র চেয়ারম্যান নাহিদ আক্তার লাকী, লেখক, শিক্ষাবিদ ও সমাজসেবক কামরুন নাহার পলিন, ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট সালমা সারোয়ার কবিতা, উপস্থাপক জেনিফার ফেরদৌস, ফ্যাশনকোরিওগ্রাফার ও মডেল সৈয়দ রুমা ফ্ল্যাগ গার্ল’র ডিরেক্টর এন্ড প্রোডিউসার করোনাকাল প্রিয়তা ইফতেখার, টকটু এক্সপার্ট’র ফাউন্ডার ড. তোউহিদা রহমান ইরিন, কন্টেন্ট ক্রিয়েটার কাম্রুন নাহার ডানা, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও হাউস অব কাউস’র , কো-ফাঊন্ডার কারিনা কায়সার, সাংবাদিক-সংগঠক এ জিহাদুর রহমান জিহাদ, সাংবাদিক- সংগঠক এরফানুল হক নাহিদ, দৈনিক ইত্তেফাক’র ফিচার সম্পাদক খালেদ আহমেদ, দৈনিক যুগান্তর’র সহ-সম্পাদক সোহেল আহসান, বাংলাদেশ প্রতিদিন’র বিনোদন সম্পাদক আলী আফতাব, বিটিভি’র সংবাদদাতা শফিউল্লাহ সুমন, ঢাকা ট্রিবিউন’র এডিটর সাদিয়া খালিদ রিতি, ফ্যাশন ডিজাইনার আনিসুর রহমান আনিস, গীতিকার কাজী ফারুক বাবুল,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’র সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সংবাদ পাঠক খন্দকার মিজানুর রহমান, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয়, সাংবাদিক-সংগঠক সৈয়দ ওমর ফারুক, পূবালী গ্রুপের চেয়ারম্যান জাফর ইকবাল চৌধুরী,ফোরলাইফ গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান এ কে এম জুনাইদ।
এছাড়া চলচ্চিত্রে চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়িকা নিপুন আক্তার, চিত্রনায়িকা সৈয়দা কামরুন্নাহার শাহনূর, চিত্রনায়িকা কেয়া, চিত্রনায়িকা পূজা চেরী, চিত্রনায়িকা বিপাশা কবির, চিত্রনায়িকা অধরা খান, চিত্রনায়ক সাইমন সাদিক, চিত্রনায়িকা রেহমুনা মোস্তফা, চিত্রনায়িকা শিরিন শিলা, নবাগত চিত্রনায়িকা প্রিয়মনি ও অভিনয় শিল্পী নওরিন নাহার রিধী, সঙ্গীতে বিভাগ আশরাফ উদাস, ফকির শাহাবুদ্দিন চৌধুরীএস ডি রুবেল, মেহরীন, দিনাত জাহান মুন্নী, বিন্দু কনা টিভি তারকা তারিন জাহান, তানভিন সুইটি
ও নৃত্যশিল্পী কবিরুল ইসলাম রতনকে টেলিপ্রেস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..