৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার বিকেল চারটায় ঢাকার জুরাইনে একটি চাইনিজ রেস্টুরেন্টে কবি সংসদ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনকের পরিচালনা ও উপস্থাপনায় কবি সংসদ বাংলাদেশ আজীবন সদস্য কবি আসাদ কাজল এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন
আজীবন সদস্য কবি বাপ্পি সাহা, প্রবন্ধ কার ও কবি ও কথা সাহিত্যিক নাজনীন স্বপ্না, কবি সৈয়দা রুবিনা, কবি রওশনারা, এবং সাংবাদিক শিমুল খান, কবি রুবেল আহ্মেদ, কবি নাসিমা রহমান শিউলি,
এই সভায় সবাই বিজয়ের কবিতা আবৃত্তি করেন,
আলোচনায় ২৬ তম বঙ্গবন্ধু কবিতা উৎসব রাজশাহী বিভাগের বগুড়াতে আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, ২৭ তম বঙ্গবন্ধু কবিতা উৎসব গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২০২২ সালে অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগের সুনামগঞ্জে ২৮ তম বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত হবে। আগামী ৩০ দিনের মধ্যে ২০২২ সালের কবি সংসদ বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি গঠন করে ৩০ শে ডিসেম্বর মুজিববর্ষ কবিতা উৎসবে ঘোষণা করা হবে। এই সভায় ২০২১ সালের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে কি আহবায়ক কমিটি গঠন করা হয় ।
আহবায়ক কবি রাজু আলীম
সদস্য সচিব, তৌহিদুল ইসলাম কনক
৭১ জন আহবায়ক কমিটির সদস্য।
আগামীকাল ৭১ জন সদস্য সহ একটি আহবায়ক কমিটি প্রকাশ করা হবে। সেই সাথে আলোচনায় বক্তারা বলেন কবি সংসদ বাংলাদেশের একটি তহবিল গঠন করার জন্য, ঢাকার বাইরে থেকে কবি সংসদ বাংলাদেশ এইসব সদস্যরা ঢাকায় আসেন তাদের জন্য রাইটার গেস্ট হাউস এর ব্যবস্থা করা, লেখকদের জন্য নিয়মিত লেখালেখি কর্মশালার আয়োজন করা । সেই সাথে সংগঠনের প্রত্যেক সদস্যদের জন্য সাংগঠনিক আচরণ বিধির উপর সেমিনার করা।
অসুস্থ আসহায় লেখকদের জন্য পাশে থেকে আর্থিক সহযোগিতা করা। নিয়মিত মাসিক সদস্য সাদা পরিশোধ করা। অন্ততপক্ষে তিন মাস অন্তর একটি সাহিত্য সাময়িকী প্রকাশ করা।
যারা সংগঠনকে সময় দেন সেই ধরনের সদস্যদের অন্তর্ভুক্ত করা। ২০২২ সালের কমিটি
বছর জুড়ে যেন উন্নয়নমুখী সাংগঠনিক কার্যক্রম করে
সেই রকম পদক্ষেপ নেওয়া।
Leave a Reply