খুব সকালে চায়ের কাপে মন বসেনা,
ভাবনাদেরও বাড় বেড়েছে,
বলছে…..
এমন দিনে ভাবতে কোনো নেই মানা…….।
সেদিন খেলতে গিয়ে খেলার মাঠে
কথার আড়ি,
পণ করেছি, আর যাবনা তোর বাড়ি…….
তুই বলেছিস আমি ভীষন অহঙ্কারী!
বৃষ্টি ভেজা ভীষণ খারাপ
রাস্তাঘাট….
আজকাল মনের মাঝে বিরাজ করে শূন্য মাঠ!
এদিক সেদিক ঘুরি ফিরি
সাথে নিয়ে সন্ধ্যা রাত………
তোর সাথে হঠাৎ দেখা,
সেই পুরোনো মাঠ…..!
আড় চোখে দেখছি তোকে দূর থেকে,
সুখেই আছিস হিংসে হলো তাই দেখে ।
আমায় দেখে তোর হলো না কোনো….
এক্সপ্রেশন ….!!!!
তাই দেখে এখন আমার
“ডিপ্রেশন”
ডিপ্রেশনের বাংলাটা কি ভাবছি বসে…….
ডিপ্রেশনের বাংলাটা কি নিম্নচাপ!?
শ্রীজাত বলে ডিপ্রেশন এর বাংলা নাকি…..
মন খারাপ!!
এ জাতীয় আরো খবর..
Leave a Reply