1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

লকডাউনে নাটকের শুটিং করেছি — হৃদ হোসেন

  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪২ বার

 

করোনা ভাইরাসের প্রকোপে গত বছর থেকেই ভোগান্তিতে সবাই।এ ভোগান্তির খপ্পরে দেশের বিনোদন অঙ্গনও।শুধু নাটক নির্মান কাজটাই চলমান।এর মধ্যে শেষ হলো হৃদ হোসেন এর চারটি নাটকের শুটিং।নাটকগুলো পরিচালনা করেছেন হৃদ হোসেন।নাতোকগুলোতে অভিনয় করেছেন জনপ্রিয়

Open photo

অভিনেতা শামিম আহমেদ,যৌথ খান,পুতুল জাহান পরী,আলমগীর হোসেন,হৃদ হোসেন প্রমুখ।

নির্মাতা হৃদ হোসেন বলেন, কঠোর লকডাউনের কারনে শুটিং করা বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে।কঠোর লকডাউনের আগে প্রায় নব্বই ভাগ নাটকের শুটিং শেষ করেছি।এ নাটকগুলো নির্মানে সবার কষ্ট একটু বেশিই হয়েছে।দর্শকের আগ্রহের কথা বিবেচনায় নিয়ে ঝুঁকির মধ্যেও শুটিং করেছি।এখন পর্যন্ত অনেকগুলো নাটকের শুটিং শেষ করেছি।বর্তমানে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র,নাটক ইত্যাদি নিয়ে সময় কাটছে।ইতিমধ্যে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র,নাটক ও মিউজিক ভিডিও ইউটিউবে রিলিজ হয়েছে।আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি ভাল কাজ করার।দর্শক পছন্দ করবে এমন নাটক বানাচ্ছি বাকিটা শুভাকাংখী এবং ভাগ্যের উপর নির্ভর করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..