তুমি?
ভোরের পাখি ডাকছে।
আজ ছেড়ে যাবো।
কথা দিয়েছিলাম।
মনে পরে?
তোমার-আমার আজ
বাসর ঘরের দিন!
ভেঙে গেছে ঘর!
সময় পথ ভুল করেছে।
অসময়ে আজ তুমি?
যদি পিছু ডাকো
বসবোনা একটি বার।
কথা দিয়েছি।
মান্যতা ছুটে চলে গেছে
চৌকাঠ ছুঁয়ে।
আজ আর বাঁধা নেই।
তুমি তো হারিয়ে গেছো অচেনা আতর গন্ধে…
মায়াবিনী রূপের আঁধারে।
তবে আজ কেন গন্ধহারা ফুলের
কাছে দুয়ার ধরো?
কেনইবা আজ প্রথম দেখার
আরশি পাতো?
চিড় ধরেছে কবেই…
মনের দুয়ারে খিল দিয়েছি।
বিচ্ছেদের পারে মিলনের শেষ ভোরে
শেষবার ফিরে দেখা…
যাবার সময় হলো…
আকাশ ভরা মুক্ত নিশ্বাস।
শেষ উত্তর… তোমার দীর্ঘশ্বাস!
আমার প্রস্থান…।
Leave a Reply