1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

একদিন ভোর হোক __________নাজনীন নাহার

  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৪৭ বার
১০.০৭.২০২১
১২:২৯ এএম
একদিন ভোর হোক,
একদিন তোমার ভোর হোক আমার দরজায়।
সূর্যটা তোমাকে নিয়ে হুড়মুড় করে ঢুকে পড়ুক আমার অন্দরমহলে।
খুব করে চুইয়ে পড়ুক চায়ের কাপের আদর তোমার আমার ওষ্ঠদ্বয়ে,
নাস্তার টেবিলে জড়োসড়ো হোক আমাদের নানান রঙের আবদার।
ঘড়ির কাঁটায় আনন্দ ঘন্টা বাজুক,
জানলায় রোজ কা কা করা কাকটা হঠাৎ নিশ্চুপ হয়ে
যাক।
পরিপাটি সকালটা গল্পে আড্ডায় দুপুরের ভুলো মনের উঠোনে রোদ পোহাক,
ফেরিওয়ালাদের হাঁকডাক ছুটি কাটাতে চলে যাক,
নীলগিরি বা কাঞ্চনজঙ্ঘা।
এলাকার বাসিন্দারা ঘুমিয়ে কাটিয়ে দিক গোটা দিন,
আকাশটা শুধু তোমার আমার জন্য নীলের পশরা সাজিয়ে মুখোমুখি বসুক একবেলা।
সাদা মেঘ নিজ হাতে আমাদের মুখে তুলে খাইয়ে দিক বৃষ্টির আধা বেলা,
বিকেল নামতে দেরি হোক কম করে হলেও বাহাত্তর ঘন্টা।
সন্ধ্যাটা অপেক্ষাকৃত অনগ্রসর অপেক্ষার খামে পড়ে থাক,
পুরো একটা ভরপুর বসন্তকাল।
আমাদের আর রাত না আসুক,
তোমার ঘরে ফেরার তাড়াটা আফিম নেশায় বেহুশ পড়ে থাকুক,
আমার মায়া চোখে।
একদিন এমন ভোর হোক,
ভোর হোক না ফুরোনো সারাবেলার।
ভোর হোক শুধু তোমার আমার একলা বেলার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..