1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

আবোল তাবোল — শিলু জামান

  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৯৭ বার
সবাই যখন মগ্ন ঘুমের ঘোরে
তখন তুমি নিলে আমার ঘুম হরন করে
সেই তো ছিলো চমকে দেওয়া , সবখানেতে দুষ্টুমী,
এক রঙা এক শাড়ি এনে পরিয়ে দিলে গায়ে,
মিষ্টি করে বল্লে আমায় যা ভারী লাগছে—
অবাক করা কন্ঠে বলি ভারী কি গো বলবে?
মুখ ফোটার আগেই এসে ,ধরলে চেপে গাল,
মিষ্টি বাতাস বইছে দেখো চাঁদনী প্রহরে,
একলা আকাশ একলা চাঁদে হয়না পুরন রাত
হাতটি ধরে বাইরে নিলে পূর্ণিমা স্নাণে
ভীষন প্রিয় জোছনা আমার মনের কোণ জুড়ে,
জেনেই হয়তো নিয়েছো , দেখবে চার চোখেতে,
এতো বড় উপহার দেবে বুঝিনি তো আগে,
নীরব মনে ভালোবাসতে নেইতো প্রকাশ কিছুতে ,
মুখচোরা তুমি বেশ , বোঝাতে চাল চলনে ।
এমনি করেই থেকো তুমি চলারই পথে,
তোমার পায়ে হেঁটে যেতে পারি যেনো দূর সীমানাতে,
সুখের যেমন নির্দিষ্ট কোন সংগা থাকেনা
তেমনি আমাদের ভালোবাসার ও কোন সংগা থাকবেনা ,
তেমি হোক না হয় তোমার আমার শুরু ও শেষ।
(ভালো থাকুক সব ভালোবাসার মানুষগুলো)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..