চলো একটি স্বপ্ন দেখি
তুমি আর আমি দুজনে একসাথে মিলে দেখি।
ঘরের ছাদ আর ধূমায়িত
কফির কাপের সাথে
চলো প্রতিদিন দেখি।
পূর্ণিমা রাত হোক
গজলের জলসা হোক
তোমার হাতের ভিতর
আমার হাত হোক
সাথে কবিতার কিছু মালা হোক।
চলো একটি স্বপ্ন দেখি
তুমি আর আমি দুজনে
একসাথে মিলে দেখি।
চলো দুজনে কথার
বাড়াবাড়ি করি ,
তুমি রাগে আমি অনুরাগে
আর এই মান অভিমানে
জয় করি জীবন যুদ্ধের ঘড়ি ।
চলো একটি স্বপ্ন দেখি
তুমি আর আমি দুজনে
একসাথে মিলে দেখি ।
নীল সাগরের তীরে সবুজে
শ্যামল নীড়ে
চলো দুঃখকে সুখের
সাথে মিলাই
চলো জীবনকে গরি রংধনুর
সাত রং এর খেলায়।
খোলা আকাশের নীচে
হাজার তারার পিছে ,
চলো স্বপ্নগুলো সাজাই।
দখিনা জানালা ফুরফুরে বাতাস
আর একটি বেলকনি
কিছু ভেজা আশা
একটু ভালোবাসা
চলো এমন একটি ঘর বানাই।
চলো একটি স্বপ্ন দেখি
তুমি আর আমি দুজনে
একসাথে মিলে দেখি।
Leave a Reply