1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:০১ অপরাহ্ন

কৌতুক — মোঃ শাহজালাল হক

  • আপডেট টাইম : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৮৩ বার

 

#কর্মচারী : আপা কি লাগবে?

দেখেন ভালো জুতা আছে কিনা ?

#ক্রেতা: এই জুতাটা ভালো হবে মনে হচ্ছে,এই জুতাটাই দেন।

#কর্মচারী: ওকে, এই নিন আফা,,,এটা সুন্দর মানাবে !

#ক্রেতা: ভাই আমার কাছে ১০০ টাকা কম আছে আমি আগামীকালকে দিয়ে যাই?

#কর্মচারী : আফা কোন সমস্যা নেই, ঠিক আছে!আপনি কালকে দিয়ে যায়েন।

ক্রেতার জুতাটা নিয়ে দোকান হতে দ্রুত প্রস্থান।

পাশেই বসা ছিল দোকানের মালিক, ক্রেতার প্রস্থানের পর মালিক কর্মচারীকে বলে, ওই মহিলা কি আর টাকা নিয়ে আসবে?

এই বলে মালিক কর্মচারীকে প্রচন্ড ধমক দেয় এবং বিভিন্নরকম কথা বলে বকাঝকা করে।

#কর্মচারী বলে : কাগু আন্নে আঁইরে চিনেন্না ক্যান?

আঁই নোয়াখাইল্লা পোলা।

আঁই হেতিরে এক ফায়ের দুগ্গান জুতা হেকেটে ভরি দিছি।

হেতি বাড়িত গিয়া খুলে দেখি জুতাও লই আইবো, আর পাল্টাইয়া নিবো আর টাকাও লই আইবো !!!

No description available.

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..