1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন

মুক্ত মনে সত্য জানতে আগ্রহী — জয়তুন আখতার

  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২১৩ বার
সায়েন্স বাংলা বলে,পৃথিবী ঘূর্ণায়নের
কারনে দিন ও রাত সংঘঠিত হয়।পৃথিবী
তার নিজে কক্ষ পথে একবার ঘুরে আসতে
তার সময় লাগে ৩৬৫ দিন। আর এ সময়
কাল কে গণনায় ধরা হয়েছে ১বছর।
কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করলেন?
মহান আল্লাহ,পবিত্র কোরআনে ও এই
দিন শব্দটি ৩৬৫বার উল্লেখ করেছেন।
আর এই থেকেই একটা বছরে ৩৬৫দিন।
আর ও বেশি অবাক লাগে যখন আল
কোরআনের ৩০টা খন্ডকে ৭টা মংযীলে
ভাগ করা হয়েছে ভেবে। আর একসপ্তাহ
কে ৭দিনে আনা হলো।কমও না আর
বেশিও না।মাসকে আনা হয়েছে ৩০
দিনে।মহান আল্লাহ বলেন আমি রাতের
পর দিন আর দিনের পর রাতকে ঘুরিয়ে
ফিরিয়ে আনি শুধু তোমাদের পার্থীব
জীবনের জন্য।অবশ্যই তোমরা দিনের
অধিকাংশ সময় তোমাদের কর্মের জন্য
ব্যস্ত থাকবে।তাই রাত কে আমি নির্ধারণ
করেছি শুধু মাত্র তোমাদের ইবাদত করার
জন্য।গভীর রাতে তোমারা আমাকেই
ডাকো শুধু কান্না
জড়িত কন্ঠে।আমি (আল্লাহ) তখন সপ্ত
আকাশ থেকে পৃথিবীতেই আসি। শুধু
মাত্র তোমাদের অবলোকন করার জন্যে।
হে,বস্ত্রাবৃত! তুমি রাতে প্রার্থনার জন্য দাড়াও।রাতেও অর্ধেক বা
বা তার কিছু কম সময় নিয়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..