1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ১১ মে ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন

ভাস্কর ও ভাস্কর্য ————————– নিধি ইসলাম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২০৫ বার
তোমার নমনীয় কোমল তনুখানি
কঠিন পাথরের বুকে ছেনি হাতুড়ির দুর্লভ আঘাতে আঘাতে
বহু পরিশ্রমের নিরলস সাধনায় তোমাকে রূপ দিয়েছে ভাস্কর্যে !
শুধু তোমার জন্যে হৃদপিণ্ডের সহস্র ধ্বনি প্রতিধ্বনি তুলে
হারিয়ে যায় ভালোবাসা নীরবতার চোরাগলিতে ,
তুমি এসেছিলে কোনো এক ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে
জানালার ফাঁকে হাজারো তারার মাঝে খুঁজে বেড়াই তোমাকে ।
ভাস্কর্যের অমিলন সৌন্দর্য্যের সুধাপানে বিমুগ্ধ বিস্ময়ে
তাকিয়ে দূরদূরান্তের পর্যটক
তখন কেউ কি মনে করে তার সৃষ্টির রহস্য !
কত গভীর ভালোবাসা রয়েছে ভাস্কর্যের পরতে পরতে
কত সহস্র বিনীদ্র রাতে হৃদয় মোচড়ানো রক্তক্ষরণ
শিরা উপশিরায় ঘটে যাওয়া স্মৃতির ভাস্কর্য–
না খোঁজ রাখেনি কেউ কোনোদিন !
তোমার অনিন্দ্যসুন্দর অবয়বের প্রতিচ্ছবি
ঘন ঘোর অন্ধকারের নীরবতা শেষে
কর্ণভেদী ফিসফিসানির বজ্রধ্বনি তুলে
ভূখন্ডে ভূলুন্ঠিত হতে হতে মিশে যাবে একদিন
সহস্র যুগ ধরে হেঁটে যায় পথ পাহাড় পর্বত গিরিখাত হেঁটে !
**************
No photo description available.

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..