1. press.sumon@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ১০ মে ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

নরক কীট অন্তর্ধানে _- – – ফাতেমা খান

  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১১৪ বার
বর্বরতার বিবর্ণ উক্তি —
প্রগাঢ় প্রেম ও একদিন শিথিল হয়ে যায়।
মায়ার পারদ গলে উষ্ণতাপে –
ভালোবাসা জমা পড়ে ভুুল সূত্রে
ভুল পাত্রে।
তিলে তিলে সঞ্চিত মূলধন বিনষ্ট নষ্ট ঋণে
আদিম উন্মাদনায় নামে প্রেম-
অন্তরালে লোলুপ দৃষ্টি কামুক
দাহ্য পদার্থ প্রজ্জলিত ভোগে –
অপ্রেমে জ্বলে পুড়ে লাবন্য হীন
আত্মসমর্পণে পদানত শুভ।
সূচনালগ্নে প্রেম অপ্রতিরোধ্য দুর্বার
আত্মার পবিত্র মেলবন্ধন-
অপবিত্র বিলাস ভষ্মিভূত নরকে।
করিডোরে অগোছালো সন্ধ্যা –
ঘরের চালে মধুচন্দ্রিমার লুকোচুরি
বেনামি ফেরিওয়ালার রঙিন ফানুস
বসন্ত বেসাতি জৈবিক চাহিদায়।
আপন বলয় ছেড়ে ছিটকে পড়া –
হিরক খন্ড অনুজ্জ্বল
ঝরাফুলের ঠিকানা আস্তাকুঁড়ে।
বেলাভূমিতে বেলাশেষের তান্ডব –
জলোচ্ছ্বাসে পাশবিকতা
পাপের প্রায়শ্চিত্ত সুনিশ্চিত।
সাত পাকে বাঁধা অঙ্গিকার কর্দমাক্ত
পেশাদারিত্বে সক্রিয় লুটেরা
বিবস্র স্বপথের অকাট্য দলিল।
পথে পথে শোখিন ফেরারি –
ন্যায় অন্যায়ের নাই বাছ-বিচার
ফুটপাতে নিলাম আব্রু
বিলাসী বণিকের ফেরি ঘাটে ঘাটে।
সুযোগ সন্ধানী নরক কীট –
মুখের লালা ঝরিয়ে লোভাতুর
সফল বাণিজ্য শেষে নিখোঁজ অন্তর্ধানে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..