1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন

জন্মবার্ষিকী মৃত্যূবার্ষিকী বিবাহবার্ষিকী – – – আরজু মুন জেরিন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৩২৭ বার
আছে আর ও গুরুত্বপূর্ন বার্ষিকী জীবনে সমাজে।
উদযাপন করি
পহেলা বৈশাখ
নিউ ইয়ার এর প্রথম দিন
শহীদ দিবস
স্বাধীনতা দিবস
তার সাথে আর ও আছে সকল ধর্মীয় উদযাপন দিবস।
রোজার ঈদ কোরবানী ঈদ
সকল পূজা পার্বণ
ক্রিসমাস উদযাপন
বৌদ্ধ পূর্নিমা ।
সকল অনুষ্ঠান উদযাপন আমাদের কাছে সমান গুরুত্বপূর্ন । আমরা সবাই বিশ্বাস, সামর্থ্য পরিসর অনুযায়ী করি উদযাপন। আমরা আনন্দে আবেগে উদ্বেলিত হয়ে পড়ি সকল অনুষ্ঠানে তবে আমাদের সত্যিকার গভীর উপলব্ধি অনুভব এবং নিজের সাথে গভীর যোগাযোগ বোধ করি সবচেয়ে বেশী সম্ভবত
এই জন্মদিনে।
মৃত্যূদিন পালন করি ব্যাক্তিকে মনে করতে ।
বিয়ে বার্ষিকী বিয়েকে নবায়ন করতে।
তবে জন্মদিনকে বেশী উদযাপন করি সব উদযাপন এর উপরে,
এ পৃথিবীতে আমার যাত্রার শুরুর প্রথম দিন।
আজ আমার জন্মদিন
আজ অতিক্রম করলাম আরেকটি দিন।
অতিক্রম করলাম আরেকটি বছর।
কনগ্র্যাচূলেশান অভিনন্দন আজ তোমাকে 🙂🖐
আরেকটি নুতুন যাত্রা শুরু করার জন্য
আগের বছর সাফল্যের সাথে পার করার জন্য
সব করনীয় সঠিক ভাবে পালন করার জন্য।
এই নুতুন দিনে যা যা তোমার দরকার
প্রয়োজনীয় অস্র, সরন্জাম কর সংগ্রহ
আর শুরু কর নুতুন বছরের যাত্রা ।
মনে কর এ সার্ভাইব অতিক্রমন জীবনের প্রতিটি মূহূর্ত।
থাকতে পার প্লেনের সামনের আসনে চালক হিসাবে
বা থাকতে পার পিছনের সারীতে অভিযাত্রী হিসাবে
বা অতিক্রম করতে থাকতে পার কঠিন সব সাঁকো।
শংকা ভয়ে যাত্রা অতিক্রম যেন থামিয়ে না দেই
এ জীবন সব ই যে একরকম সার্ভাইব অতিক্রমন ।
জীবন যেমন কখন ও বড় হোটেল এর দুধফেনাভ বাথটাব এ শয়ন
আবার কখন এই ফেনায় ছোট এক বৃশ্চিক এর আগমনে জীবনের সমাপন।
জীবনকে মনে কর এক চলমান পরিভ্রমন
যেন বসে আছ ঘোড়ার পিঠে লাগাম হাতে
সংযম সতর্কতা নিয়ন্ত্রন এবং প্রতিমূহূর্তে নিয়ন্ত্রন !
নাহলে প্রতিমূহূর্তে অনিশ্চয়তা ও গভীর খাঁদ
চলছে সমান্তরালে চলছে আমাদের পাশে ……
তোমার জন্য অনেক অনেক শুভকামনা 💗👋
(ছবি আজ স্কুল অফিসে কাজের সময়ে তোলা।)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..