1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ১১ মে ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

গতকালের বিবেক-দংশন – – – জাকিয়া সুলতানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২১২ বার
তাহা হইলে কি এই কথাই
প্রমাণিত সত্য ?
ধাক্কা দিয়া ফেলিয়া দিলে
দোষ নাহি হইবে,
ধাক্কা লাগিয়া পড়িয়া গেলে
জেল-হাজত হইয়া যাইবে।
নহে এই প্রহর কোন কাব্যের,
নহে ছন্দময় কল্পকথার দিবস।
কাহাকেও কটাক্ষ নহে, নহে এইক্ষণ—
ব্যঙ্গ-রসালো কিংবা মিষ্টি বাক্যের;
অহরহ এইরূপ তথ্য;
প্রকাশিত প্রচারিত অপ্রিয় সত্য।
কাহার পক্ষে নাহি কহি
বিপক্ষে অবস্হান নাহি করি,
দেখিয়া-বুঝিয়া ও
ভাবিয়া লহিবেন গুরু
অতঃপর বিচারকার্য করিবেন শুরু।
কোথা হইতে আপেল পড়িলো
কাহার উপর পড়িয়া আপেল;
তীর হইয়া বিঁধিল কাহার বুকে।
স্ব-চেতনে করিবেন নির্ধারণ
কাহারে করিবেন বন্ধু আর
কাহারে ভাবিবেন শত্রু?
ভুলবশত গতকাল হইয়াছে গত
রহিয়া গিয়াছে তার পদচিহ্ন-রূপ,
আজিকের পদক্ষেপ রহিবে সঞ্চিত
ভবিষ্যৎ রণাঙ্গনের পাথেয় সরূপ—

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..