1. press.sumon@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ১০ মে ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

কালো কালিতে নীল – – – জাকিয়া সুলতানা

  • আপডেট টাইম : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৪ বার
আর হারাতে চা’ইনা
বয়ে বেড়াতে চাইনা স্মৃতি।
চোখের বদলে চা’ইনা ছুঁতে
এক জোড়া চশমা।
মা, এই’যে আমার দিকে
ডানে বামে নীচে,একটু হাসি—
হ্যাঁ এবার ঠিকঠাক,
এভাবে কত ছবি!
এই’যে পাশেই সাজানো
ফ্রেমে বাঁধা, আমার মা!
চাই’না তাকাতে ঐ দু’চোখে
ডুবতে চাই’না আমি অতলে।
কেটেছে আঁচড় যে ছবি, হৃদয় গহনে
মুহূর্তেই ভেসে ওঠে, অদৃশ্য পলকে।
অবিনশ্বর অক্ষয় সে
কল্প লোকের জ্যোৎস্না।
“মা’গো, তোমাকে ছাড়া
সেকেন্ড মিনিট ঘণ্টা ৩৬৫ দিন
আজ এতটা বছর!”
ঘুমন্ত মা আমার জেগে যায় পিছে
নিঃশব্দে হেঁটেছি পা টিপে টিপে—
সেই ছোট বেলা।কত কি যে!
ক্লান্ত শরীর মন মস্তিষ্ক আমার
এখন এই মধ্যরাতে চোখের পর্দায়
নিস্তব্ধ নিথর এক মাটির ঘরে
ঘুমায় মায়ের কঙ্কাল।
একি শূন্যতা! কোথায় আমার মা!
তারপর আবার বাস্তব।
কালো কালিতে নীল কাব্য
সূচীহীন ডায়েরি।
আর হারাতে চাই’না
বয়ে বেড়াতে চাই’না স্মৃতি—
০৭/০৩/২০২৩

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..