1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন

কবিতা — আঁধার জীবন কলমে — অজয় চক্রবর্তী –

  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২৫৩ বার
যতদূর মনে পড়ে তুমি বলেছিলে ভালবাসি।
‌ আমার শব্দ হয়তো তোমার হৃদয়কে স্পর্শ করেনি।
আমি তো সহস্রবার বলেছি তোমাকে ভালোবাসি ভালোবাসি।
তুমি বলেছিলে ভুলতে পারবে না আমাকে কোনদিন,
আমি বলেছিলাম আমি স্বপ্ন দেখতে ভালবাসি।
বলেছিলে তুমিও স্বপ্ন দেখো আমাকে নিয়ে।
আমি বলেছিলাম আমি স্বপ্ন সাজাই তোমাকে নিয়ে।
তুমি আমাকে নিয়ে ভাবো, আমি ভাবনায় হারিয়ে যাই।
জানতে চেয়েছিলে আমি কতটুকু ভালবাসি?
আমি বলেছিলাম এক আকাশ, এক সমুদ্র।
আমার সযত্নে বোনা কল্পনার জাল গুলো,
একটু একটু করে ছিঁড়তে শুরু করলো তখন,
যখন আমাকে প্রতিদিন নিয়ম করে ভুলে যেতে থাকলে।
কৃষ্ণচূড়া আর পলাশে রাঙানো পাহাড় চূড়া আজ কেমন ধূসর লাগে।
হারিয়ে যাওয়ার মুহূর্তে জানতে চেয়েছিলাম
আমার সবকিছুই কি ভুল ছিল?
তুমি বাঁকা চোখে মৃদু হেসে বলেছিলে, কোন কিছুই সত্যি ছিল না।
আমার হৃদয়ের সব সত্যি হারিয়ে গেল।
কিন্তু মিথ্যাকে জাগ্রত করতে পারলাম না।
জীবনের সব অংক ভুল করে আজ আমি
দাঁড়িয়ে আছি খাদের কিনারায়।
এখন আর পূর্ণিমার চাঁদের আলোয় প্রাণ খুঁজে পাই না।
তাই সব আলো নিভিয়ে,
অন্ধকারকেই সঙ্গী করে নিলাম।
০৮ ১১ ২০২৩

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..