1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন

ও আমার বর্ণমালা———————————–ফারুক নওয়াজ ———————————–

  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৭৪ বার
ও আমার
বর্ণমালা জড়িয়ে রাখিস
কণ্ঠমালা হয়ে..
সারাটা
জীবন থাকিস
কথা বলার
সাহসে নির্ভয়ে..
আমার এই
মা বলা তুই
লেখার ভাষায়
শিখিয়ে দিলি আমায়..
আমার এই
প্রাণের ভাষা
সৃজনগাথা
কার সাধ্য থামায়।..
বল না–
ছিলিস কোথায়
কোন বাগানের
পুষ্পথোকা সেজে?..
অচেনা
স্বর্গ থেকে
আসলি বুঝি
বাঁশির সুরে বেজে।
সাগরের
ঢেউয়ের দোলায়
মনের টানে
এসেই দুলে দুলে..
দিলি যে
রুদ্ধ বুকের
বাঁধন যত
ভাষার ছোঁয়ায় খুলে।..
ও আমার
বর্ণমালা
স্বর্ণশোভা
সবুজ বরণ পাখি..
তোকে তো নিত্য আমি
বুকের ভেতর
যতন করে রাখি।
যখনই
ভাবি কিছু,
ভেবে যখন
করতে যাবো প্রকাশ..
তখনই
ওষ্ঠে এসে
শব্দ করে
বাজিস ঠকাস ঠকাস..
আমার এই ছড়ার ভাষা
ইলিকঝিলিক
গানের বাণী যত..
আহা তুই
না এলে কি
অমন করে
ভাষায় প্রকাশ হতো?
আমাদের
পত্রলেখা
গল্প, পুথি
উপন্যাসের ভাষা–
অপরূপ
রূপকাহিনি
চলচ্ছবি
স্বপ্ন ও প্রত্যাশা;
কী করে–
তৈরি হতো?
তুই ছাড়া কি
পূরণ হতো আশা?
আমার এই
অ আ ক খ–
প ফ ব ভ
ঠিক আকাশের তারা;
ও আমার
বর্ণমালা
জনম জনম
বহাস প্রাণের ধারা।🐓
ঢাকা : ২০.০২.২০২১
May be an image of text that says "আমার ভাইয়ের রক্তে রাঙানো মd7 ফেবুয়ারি 해"

নিউজটি শেয়ার করুন..

One response to “ও আমার বর্ণমালা———————————–ফারুক নওয়াজ ———————————–”

  1. নিলুফার ইয়াসমিন রুবি says:

    অসাধারণ একটি কবিতা , কবিতা পড়ে মনে হচ্ছিল সত্তিকারের মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করছি।
    খুবির জন্য শুভকামনা রইল!

Leave a Reply to নিলুফার ইয়াসমিন রুবি Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..