1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ১১ মে ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

এলোমেলো ভাবনা – – – তাসনীম সাদিয়া সুহানা

  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩০৬ বার
কত শত কাল কবিতা লেখা হয় না।
আনমনে আবেগে এখন আর
ঠিক আগের মত ছন্দ আসে না।
কত শত কাল চলে যায় এমনিতেই,
আটপৌরে জীবনের সরল সুদের সমীকরণে।
এরপরেও ভাব জাগে না,
চির ধরা সম্পর্কের বেড়াজালে
বড্ড মলিন হয়ে পড়ে থাকা ভাবেরা
মাথা তুলে তাকানোর সাহস পায় না।
চুন খসে পড়া জীর্ণ দেওয়ালের বুকে
এখন আর কপোত কপোতী ডানা ঝাঁপটিয়ে
প্রেম জাগায় না।
রঙিন ঘুড়ি উড়ে গেছে সেই কবে,
এখন শুধু ছিঁড়ে যাওয়া সুতোর লাটাই ধরে
মিথ্যে বসে থাকা।
তৃতীয় যাত্রার অপেক্ষায়-
যদি ফিরে আসে
কত শত বছরের পুরোনো রঙিন কবিতা
যদি তাকে আবার বোনা যায়
তবে এবার সত্যি একটা
প্রেমের কবিতা লিখব।
যেখানে মিথ্যে আর অবিশ্বাসেরা মরে গিয়ে
সত্য আর ভালোবাসার ভিত তৈরি হবে অবলীলায়।
May be an image of 1 person, boat and lake

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..