1. press.sumon@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ১০ মে ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

আরজ শুধু ————————- ফারুক নওয়াজ ——————————

  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৫২ বার
দাম বেড়ে যাক এসি-টিভির, চোখধাঁধানো গাড়ির
দাম বেড়ে যাক ঝলমলানো মনভোলানো শাড়ির
দাম বাড়ালে নেই তো ক্ষতি মদের–
নেশার ঘোরে যা হবে হোক ওদের
দাম বাড়লে বাড়ুক না বাপ পা মালিশের তেলের
ধান্দা করে জীবন কাটুক ছোটো লোকের ছেলের।
আমার কিছু যায় আসে না হোক না বাজেট যেমন
অল্প দিনের জীবনটা এই কাটুক যেমন তেমন!
চাই শুধু থাক করমুক্ত আমার দুটি চোখ
দেখব আমি দৃষ্টি মেলে অপার চন্দ্রালোক
দেখব চেয়ে সন্ধ্যাকাশে শ্বেতাক্ষিদের ঝাঁক
বৃক্ষ পাহাড় নিঝরধারা দৃষ্টিজুড়ে থাক।
আকাশ নদী বৃষ্টিঝরা বইথা ঘাসের মাঠ..
আমার চোখের আলোয় হবে নিসর্গটা পাঠ।..
মূল্য বাড়ুক লিপিস্টিকের নেইতো কোনো ক্ষতি
দাম বেড়ে যাক বডিলোশন বাড়বে না দুর্গতি
সোনারুপা, মুক্তা-হিরা– বাড়লে বাড়ুক সবি;
দৃষ্টি থাকুক করমুক্ত দেখব দেশের ছবি।
আজব ছবির দেশটা আমার কত্তরকম খেলা
মজুদদারের গুম্ফহাসি, ঠেলছে মজুর ঠেলা।
মাটির ডাকাত লুটছে ভূমি, কাঁদছে বসতহারা
ব্যাংকলুটেরা দস্যুগুলো থাকছে বিচারছাড়া
মঞ্চে পাঠা ডাকছে প্যাঁ-প্যাঁ, ডায়াস কাঁপায় ছাগল
দৃষ্টি আমার দেখতে দেখতে যাক হয়ে যাক পাগল।
বাড়ুক না দাম চাউল ডাউল লবণ চিনি আটার
দামটা শুধু আগের মতোই থাকুক মুড়োঝাঁটার
এই ঝাঁটাতেই ঝেঁটিয়ে দূরে খেদিয়ে দেবো অসুর
দেশটা যেন আখড়া নাহয় মানুষখেকো পশুর।..
বাড়তে বাড়তে মূল্য গিয়ে উঠুক শেষের সিঁড়ি.
আরজ শুধু– আগের দামেই বিকোয় যেন বিড়ি।
বিড়ির ধোঁয়ায় দুঃখ, অভাব, কষ্ট যাবে উবে;
নেশার ঘোরে ছাপোষারা মাচায় গিয়ে শুবে।
—————-+
ঢাকা ১২.০৬.২০২২
May be an image of 1 person and beard

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..