1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন

অন্য দেয়াল # ফাতেমা ইসরাত রেখা

  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ১৪৯ বার
চেয়ে দেখো, এখনো আকাশ নীল
নির্জন সমুদ্রের ঢেউ ফনা তুলে গর্জনে তুমুল
ধূসর গোধূলি ধবল জোছনায় এলোমেলো,
হলুদ ডানার চিল উড়ে দূরত্ব মেপে
সুখের সীমানা খুঁজে দুঃস্বপ্নের দেশে রোজ
এখনো জীবন রঙিন, মৃত্যু ভীষণ কালো।
ক্ষুধার্ত শহর, রাস্তায়, ফুটপাতে ঘুমন্ত মানুষ
এখনো নিথর চোখে ক্ষুধার দহন কেবল
জান্তব প্রতীক্ষাগুলো চেয়ে থাকে জীবিকার বেশে,
এখনো মানুষেরা শকুন, কুকুর কিংবা কাকের মতো
ক্ষুধার নিবৃত্তি খোঁজে ডাস্টবিনে, ফুটপাতে
মৃত্যু ঘেঁটে খুঁটে খায় জীবনের দীপ্তি হেসে হেসে।
এখনো কামুক সকাল একটুখানি ওম পেতে
ওষ্ঠ বাড়িয়ে থাকে একফালি বিবস্ত্র রোদে
আলোক সঙ্গমে ডাকে অবগুণ্ঠিত ইশারায়,
বিকেলের গোধূলি ছুঁয়ে নামে বিষণ্ন সন্ধ্যা
আঁধারের শষ্যক্ষেতে জোছনার বীজ বুনে
নতুন স্বপ্নে জাগে ডাহুকের চোখ পাহারায়।
চেয়ে দেখো, এখনো কৃষ্ণচূড়া কেমন লাল
এখনো অবেলায় বেনো জলে সাঁতার কেটে
মরালীর বুকে খোঁজে সুখ তৃষ্ণার্ত মরাল।
আমি তো তুমি ছাড়া অন্য সুখ বুঝি না ভুলেও
খুঁজি না দিনের শেষে অন্য কোনো রাত
যদিও আছে ক্ষুধা, তৃষ্ণা, অতৃপ্তির অন্য দেয়াল।
সোমবার
24-05-2021
May be an image of 1 person

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..