1. press.sumon@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন

বাগানবাড়ি ল্যান্ডস্কেপিং লিঃ – – – –

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২২৮ বার
সুস্থতার সাথে বাচার জন্য একটি আদর্শ শহরে কমপক্ষে ২৫% গাছপালা থাকা আবশ্যক কিন্তু সেখানে ঢাকাতে রয়েছে ৫ শতাংশেরও কম। গাছপালা কেটে ভবন নির্মাণের পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা, এতে করে আমরা বঞ্চিত হচ্ছি স্বাস্থ্যকর পরিবেশ থেকে। আমাদেরকে সুস্থ ভাবে জীবন যাপন করতে এবং আগামী প্রজন্মকে সুন্দর বাসযোগ্য পৃথিবী উপহার দিতে পরিকল্পিত ল্যান্ডস্কেপের পাশাপাশি ভার্টিকাল গার্ডেন এর কোন বিকল্প নেই। ভার্টিকাল গার্ডেনই এই হতে পারে আপনার বাসা বা অফিসের ন্যাচারাল সৌন্দর্যের অন্যতম কারণ।
আমাদের রয়েছে ৭ বছরের অভিজ্ঞতা এবং ২২০০+ ল্যান্ডস্কেপ এবং ভার্টিকার গার্ডেন করার অভিজ্ঞতা তাছাড়া,
প্রশিক্ষিত গার্ডেনার এবং এগ্রিকালচারিস্ট টিমতো আছেই।
টেকসই ল্যান্ডস্কেপ বা ভার্টিকাল গার্ডেন করার ক্ষেত্রে আপনাকে যে তিনটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে-
১) সাইন্টিফিক ল্যান্ডস্কেপ প্লান/ডিজাইন করা।
২) সঠিক পদ্ধতিতে মিক্স মাটি তৈরি ও পানির ড্রেনেজ ব্যবস্থা করা
৩) জায়গা এবং আবহাওয়ার ধরন বিবেচনা করে সঠিক গাছ নির্বাচন করা।
আপনার বাড়ি, অফিস, রিসোর্ট, পার্ক, ইন্ডাস্ট্রি এবং বাংলো বাড়িতে ইনডোর বা আউট ডোর যেকোন ধরনের ভার্টিকাল গার্ডেন বা ন্যাচারাল গ্রীন দেওয়াল সেবা পেতে যোগাযোগ করুন আমাদের হটলাইনে:
09678-771388 / 01611-759515 (what’s app)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..