1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:২০ অপরাহ্ন

# বাংলাদেশের_মাদার_তেরেসা – – – অতন্দ্রিলা অথৈ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৯৩ বার
যুক্তরাজ্যে জন্ম নেয়া ভ্যালরি টেইলর নামের এক মহীয়সী নারীর আজ জন্মদিন, (১৯৪৪ সালের ৮ ফেব্রুয়ারি)। বাংলাদেশে যিনি মাদার তেরেসা নামেও পরিচিত..!
১৯৬৯ সাল, সুদর্শণা ভ্যালেরি টেইলরের বয়স তখন ২৫ বছর। লন্ডনের সেন্ট টমাস হাসপাতাল থেকে ফিজিওথেরাপির ওপর পড়াশোনা শেষ করেছেন।
বাবার মতো তারও ইচ্ছা মানবসেবা করবেন। এ উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের ‘ভলান্টারি ওভারসিজ (ভিএসও) আবেদন করেন।
তাকে জানানো হয় অন্তত দেড় কিংবা দুই বছরে কাজের অভিজ্ঞতা ছাড়া কেউ ‘ভিএসও’ তে যোগ দিতে পারবে না।
১৯৬৯ সালের মাঝামাঝিতে এই সুযোগ এসে যায়। চট্টগ্রামের চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালের জন্য ফিজিওথেরাপিস্টের দরকার হয়। তখন অভিজ্ঞতা অর্জনের জন্য বাংলাদেশে এসেছিলেন ভ্যালরি টেইলর।
দেড় বছরের জন্য বাংলাদেশে এসে, তিনি কাটিয়ে দিলেন ৫০ বছর..!
প্রথম দর্শনেই বাংলাদেশের প্রেমে পড়েছিলেন ভ্যালরি টেইলর।
৫০ বছর আগের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “চট্টগ্রামের নিভৃত চন্দ্রঘোনায় এসেছিলাম। বিমান থেকে নেমে এ দেশের সবুজ প্রকৃতির প্রেমে পড়ে গিয়েছিলাম..!”
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ভ্যালরিকে যেমন মুগ্ধ করেছিল, তেমনি এ দেশের মানুষের দুঃখ দূর্দশাও ও চিকিৎসাব্যবস্থার দুর্দশা তাকে ব্যাথিত করেছিল। তাইতো এ দেশে পা দিয়েই স্বপ্ন দেখেছিলেন, “মানব সেবায় কাজ করবেন, নিজের জীবন উৎসর্গ করবেন বাংলাদেশের গরীব দুঃখির জন্য।”
বাংলাদেশে এসেছিলেন মাত্র দেড় বছরের জন্য। তারপর সিদ্ধান্ত নিলেন, নিজের দেশে ফিরে যাবেন না। এই দেশের মানুষের জন্য কাজ করে যাবেন। তারপর তিনি আর পিছু ফিরে তাকাননি।
সেদিনের সেই ২৫ বছর বয়সী ভ্যালরির বয়স এখন ৭৫ বছর। দীর্ঘ পাঁচ দশকে তিনি এ দেশের চিকিৎসাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন, গড়ে তুলেছেন নানা সেবা মূলক প্রতিষ্ঠান, তার তুলনা মেলা ভার।
এখন তার একটাই উদ্দেশ্য, বাংলাদেশের মানুষের জন্য আমৃত্যু কাজ করে যাবেন।
সত্তর দশকে পক্ষাঘাতগ্রস্ত কিংবা নানাভাবে আঘাতপ্রাপ্ত মানুষের চিকিৎসার জন্য তেমন ব্যবস্থা ছিল না বাংলাদেশে।
দুর্ঘটনায় কত মানুষের জীবন বিপন্ন হয়, অচল হয়। তাদের কাছে আলোকবর্তিকা হয়ে দেখা দেন ভ্যালরি। নিজ উদ্যোগে পক্ষাঘাতগ্রস্ত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ‘সেন্টার ফর দ্যা রিহ্যাবিলিটেশন অফ দা প্যারালাইজড’ (সিআরপি), প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। তার গড়া সেই প্রতিষ্ঠানের বয়সও ৪০ বছর পেরিয়ে গেলো। দীর্ঘ চার দশক ধরে অনেক মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন। নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন ভ্যালরি টেইলর।
কাজের মাঝেই শুরু হয় বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ। তখন তাকে বাধ্য হয়ে ফিরে যেতে হয় ইংল্যান্ডে। কিন্তু বিপদে দূরে সরে যাননি। যুদ্ধের সময়ই সেপ্টেম্বর মাসে তিনি আবার বাংলাদেশে ফিরে আসেন।
এ দেশে পা দিয়েই বুঝতে পারেন, বিপন্ন মানুষের জন্য কত কি করার আছে।
যুদ্ধের কারণে অনেক মানুষ আহত ও পঙ্গু হয়েছে, তিনি ঝাপিয়ে পড়েন তাদের চিকিৎসাসেবা দিতে।
এ কাজের মাঝেই তিনি সিদ্ধান্ত নেন বাংলাদেশে পক্ষাঘাতগ্রস্থদের জন্য একটি হাসপাতাল গড়বেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভ্যালরি, আবার নতুন স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন।
পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসনকেন্দ্র প্রতিষ্ঠার জন্য অর্থ সংগ্রহ ও অন্যান্য সাহায্যের জন্য ১৯৭৩ সালে তিনি ইংল্যান্ড যান।
কিছুদিন পর বাংলাদেশে ফিরে এসে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে কাজ শুরু করেন।১৯৭৯ সালে ঐ হাসপাতালের দুইটি পরিত্যক্ত গুদামঘরে তিন-চারজন রুগী নিয়ে শুরু করেন স্বপ্নের (সিআরপি)।
“সেই ছোট্ট (সিআরপি) এখন এক মহীরুহ..!”
তিলে তিলে গড়া ভ্যালরির (সিআরপি) এখন দাতব্য চিকিৎসা ক্ষেত্রে পুরো বিশ্বের উদাহরণ।
শুধু সাভারের (সিআরপি) প্রতিষ্ঠান নয়, দেশের বিভিন্ন জায়গায় পক্ষাঘাতগ্রস্থরা যে চিকিৎসা পায়, তার পেছনে একটা বড় অনুপ্রেরণার নাম ভ্যালরি টেইলর।
এদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ১৯৯৮ সালে সরকার ভ্যালরিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন।
এরপর ২০০৪ সালে তাকে ‘স্বাধীনতা পদক’ দিয়ে সম্মানিত করা হয়।
ব্রিটিশ সরকার ভ্যালরিকে ‘অর্ডার অব দ্যা ব্রিটিশ এম্পায়ার’ পদকে ভূষিত করা।
১৯৯৬ সালে ‘আর্থার আয়ার ব্রুক’ স্বর্ণপদক, ২০১১ সালে ‘শেলটেক’ পদক, জাতীয় সমাজসেবা পুরষ্কারসহ নানা পুরষ্কার পেয়েছেন, পেয়েছেন অসংখ্য মানুষের ভালবাসাও..!
২০১৩ সালে ‘রোটারি ইন্টারন্যাশনাল’ পক্ষ থেকে ‘দ্যা ওয়ান’ পুরষ্কার হিসেবে একলক্ষ মার্কিন ডলার পুরষ্কার পান।
এই অর্থ ভ্যালরি (সিআরপি)তে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি নতুন আবাসিক হোস্টেল তৈরিতে ব্যাবহার করেন।
নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে এই মহীয়সী নারী বলেন, “যতদিন বাঁচবো বাংলাদেশের মানুষের জন্যই কাজ করে যাবো।”
ভ্যালরি চান, (সিআরপি)র সঙ্গে সম্পৃক্তরাই এটিকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য চালু করেছেন নতুন শ্লোগান, “আমরাই সিআরপি..!”
তার বিশ্বাস ‘সিআরপি’ থেকে যারা চিকিৎসাসেবা নিয়েছে, যারা এখন কর্মরত, তারাই প্রতিষ্ঠানের আলো সারা দেশে ছড়িয়ে দেবেন।
নিজের গড়া (সিআরপি)র মাঝে বেঁচে থাকুন,
মহীয়সী নারী ভ্যালরি টেইলর…
(ছবি-কালেক্টেড)
©
May be an image of 1 person and text that says "ভ্যালেরি অ্যান টেইলর, সিআরপির প্রতিষ্ঠাতা"

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..