1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

***আর মাত্র কয়েকটা দিন*** – – – ভেঞ্চার হাউজিং & ডেভেলপমেন্ট

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ বার
নতুন মূল্য ঘোষণার আগেই বর্তমান মূল্যে আপনার পছন্দের প্লট বা শেয়ার কিনে নিন!
কসাইবাড়ী রেলগেট থেকে কাচকূড়া বাজার হয়ে ভাতুড়িয়া নদীর ঘাট পর্যন্ত সরকার ঘোষিত ৮০ ফিট রাস্তার কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। সঙ্গত কারনেই বহুগুন বেড়ে গেছে এলাকার জমির দাম। আমরাও এলাকার জমির মূল্যের সাথে সামঞ্জস্য রেখে আমাদের আবাসিক এলাকার প্লট এবং শেয়ারের দাম বৃদ্ধির ঘোষণা করবো কাছাকাছি সময়ের মধ্যে ।
তাই জমির মূল্য বৃদ্ধির আগেই পূর্বের দামে আপনার পছন্দের প্লট/শোয়ার কিনুন আমাদের কাছ থেকে।
এ সুযোগ সীমিত সময়ের জন্য।
আমাদের প্লটের লোকেশন:
ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর হতে মাত্র ৩.৫ কিঃ মিঃ দূরে অবস্থিত এবং উত্তরা RAB অফিস এবং আর্মড পুলিশ ব্যাটেলিয়ান অফিসের পেছনে কসাইবাড়ী রেল গেট থেকে সোজা প্রায় ৩ কিঃ মিঃ পূর্বদিকে দোবাদিয়া বাজারের সন্নিকটে সাউথ ইষ্ট সোয়েটার ফ্যাক্টরির মুখোমুখি গেট লাগোয়া এ প্রকল্প।
এটি সরকার অনুমোদিত ৮০ ফিট রাস্তা সংলগ্ন উত্তরার উত্তরখানের পরিকল্পিত একটি আবাসিক নগরী।
এ আবাসিকে রয়েছে প্রাক্তন ক্যাডেটদের একাধিক আবাসন প্রকল্প।
প্রকল্প তথ্যঃ
—————–
* জমির পরিমাণ ৫ কাঠা (দক্ষিণ-পশ্চিমমূখী কর্নার প্লট)
* পশ্চিমে ৩০ ফিট আর দক্ষিণে ২৫ ফিট রাস্তা
* ভবন জি+৯
* ফ্ল্যাট সংখ্যা ০৯টি
* জমির শেয়ার ৯টি
* বুকিং মানি ৫ লাখ টাকা
* বুকিং মানি প্রদানের ৩ মাসের মধ্যে বাকি ১২ লাখ টাকা পরিশোধ সাপেক্ষে রেজিষ্ট্রেশন।
* রেজিষ্ট্রেশন পরবর্তী জমির মালিকদের সাথে আলোচনা ও অর্থ সংগ্রহ সাপেক্ষে ভবন নির্মাণ।
* আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ফ্ল্যাট এবং গ্যারেজ নির্ধারণ।
☎️ যোগাযোগঃ
WhatsApp- 01988-662668
01326564071
May be an image of text that says "venture Housing Housing&Dev & Development সাধ- -সাধ্যের ধ্যর সেতুবন্ধন আর মাত্র টি শেয়ার বাকী Venture Castle-04 উত্তরখান, উত্তরা ঢাকা। যোগাযোগ ০১৩২৬৫৬৪০৭১ ০১৯৮৮৬৬২৬৬৮ বিজয় রাকিন সিটি কমার্শিয়াল ভবন (৩য় তলা), স্যুট-১৬ ব্লক-ডি, সেকশন-১৫, মিরপুর, ঢাকা-১২১৬ Venture Housing & Development এক্স ক্যাডেট মালিকানাধীন একটি প্রতিষ্ঠান"

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..