1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

নীতিকতা – মির-হোসেন সরকার

  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ৪৮২ বার

 

শুরুতেই একটা কথা বলা বেশি জরুরি। গণমাধ্যমের মূল প্রতিপাদ্য, ‘ভয় বা পক্ষপাতহীন সাংবাদিকতা’। বর্তামান সময়ের দৃশ্যটা এর পুরোটাই উল্টো চিত্র। ২৮ এপ্রিল সকালে ঘুম থেক উঠে ফোনটা হাতে নিয়ে বেশ কয়েকটা দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম দেখলাম। যা দেখে রীতিমতো চমকে দেওয়ার মতো একটা বিষয় হয়ে দাড়িয়েছে। কেননা, বর্তমানে দেশে আলোচিত একটা বিষয় মুনিয়ার মৃত্য রহস্য নিয়ে। যা নিয়ে তোলপাড় চলছে গোটা দেশে। যেখানে যে বিষয় নিয়ে তোলপাড় চলছে গোটা দেশে, সেখানে আবার স্তব্ধ কিছু সংবাদপত্র, টিভি মিডিয়া। আসলে এই বিষয়কে কেন্দ্র করে সত্য উন্মোচনে খবর কেন আসছে না কিছু পত্রিকায় ; তা কিন্তু রহস্যজনক একটা ব্যাপার। একটি সমাজ মতপ্রকাশের স্বাধীনতার কতটা প্রসার চায় অথবা তা কতটা সহ্য করে, তার মাত্রা প্রতিফলিত হয় সাংবাদিকদের মাধ্যম। এটা বলা বাহুল্য! গণমাধ্যমে স্বাধীনতার নিয়ে একটা বিষয় আছে। এই যে গণমাধ্যমের ফ্রিডম বা স্বাধীনতা, এটা কার? সংবাদমাধ্যমের? গণমাধ্যমকর্মীর? নাকি গণমাধ্যম মালিকের? এই তিন শ্রেণিই যে এর সঙ্গে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট! আমরা প্রায়ই পত্রিকার পাতায় কিংবা টিভির স্কলে দেখতে পাই, গণমাধ্যমকর্মীর ওপর হামলা, তাদের হয়রানি করা, আটক করা , এমনকি হত্যাও করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে সত্য উন্মোচন করতে গণমাধ্যমকর্মীদের কতই না হেনস্তা হতে হয়, তা কেবল গণমাধ্যমকর্মীরাই জানে। প্রতিটি ধাপে ধাপে তাদের আক্রমণ করতে তেড়ে আসে ছোট বড় সিন্ডিকেটের সঙ্গে জড়িত একদল হিংস্র পশুরা। তবুও সবকিছু উপেক্ষিত করে, প্রতিহত করার ক্ষমতা, সহ্য করার সক্ষমতা, এসব নেই জেনেও জনগনের স্বার্থে সত্য উন্মোচন করতে তাদের কর্মক্ষেত্রে কাজ অব্যাহত রাখতে হয়। তবুও দিনশেষে দেখা যায় তাদের মূল্যয়ন 00.0। মূল্যয়ন শব্দটি এই পেশায় খুঁজে পাওয়া “আঁধার রাতে মোমবাতি খুঁজে পাওয়া” বিষয়ের মতো। তবুও বিশ্বের কাছে এই গণমাধ্যমই উচ্চতর অবস্থানে এক ধাপ এগিয়ে। লাগাতার প্রচেষ্টা অব্যাহত রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে জনগনের কাছে সত্য উন্মোচন করার মূলপন্থি হলো গণমাধ্যম! বর্তমান সময়ে গণমাধ্যমের চিত্র দেখে সেগুলো কি ফুটে উঠে বলে মনে করেন। আপনারা হ্যাঁ বললেও আমি এর সম্পূর্ণ বিপক্ষে। কেননা, গণমাধ্যমে কিছু শ্রেণীর মানুষ আছে যারা কেবলই সাংবাদিক নামটি ব্যবহার করে চালাচ্ছে সব ধান্ধাবাজির কাজ। জীবিকা নির্বাহ করার জন্য সাংবাদিকের কার্ড ব্যবহার করে সিন্ডিকেটের মহল তৈরি করে লাখ লাখ টাকা উপর্জন করছে। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, একটা বুম সাংবাদিক চলমান লকডাউনের দ্বিতীয় সপ্তাহে মাছের ট্রাকে চাঁদা দাবি করায় গণধোলাই দিয়েছে স্থানীয় লোকজন। দেশের সার্বিক পরিস্থিতি জনগণের কাছে তুলে দেওয়াই একজন গণমাধ্যমের কাজ। বর্তমানে দেশে অনেক অনলাইন নিউজ পোর্টাল চালু আছে। এদের এক তৃতিয়াংশই নিবন্ধন ছাড়া। একটি নিউজ পোর্টাল চালু করে গলায় একটি কার্ড ঝুলিয়ে সাংবাদিক নাম ব্যাবহার করছে অনেকে। এগুলোর অনেক নিউজ পোর্টালে বিতর্কিত সংবাদ পরিবেশন করে নানা সমালোচনার ঝড়ও উঠছে। মাঝে মাঝেই দেখা যায় নতুন নতুন নিউজ পোর্টালে গুজবের নিউজ টেলিকাস্ট করে ফেসবুকে ফেসবুকে শেয়ার দিয়ে হাজার হাজার লাইক, ফলোয়ার যুক্ত হচ্ছে। কিন্তু, প্রকৃতপক্ষে এগুলোই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা মূলপন্থা! এসব ভুয়া সাংবাদিক দেশে লাখেও বেশি পাওয়া যাবে হিসাব করলে। এসব ভুয়া সাংবাদিককের সবাইকে টুপিখোলা অভিবাদন জানাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..