1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ১০ মে ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন

না ঘুমানোর ফসল — অতন্দ্রীলা রহমান

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ১৮১ বার
সারারাত ঘুম হয়নি আমার। নাহ্ এখন পর্যন্ত না। কাল সেই যে সকালে উঠেছি ঘুম থেকে, এখন পর্যন্ত জেগে। কি সব চিন্তা ভাবনা! অস্থিরতা ভেতরে গুড়গুড় করছে নিজেও জানিনা। এমনটা প্রায়ই হয় আমার। আর যখন হয়, তখন ইচ্ছে করে পুরো পৃথিবীটা চিবিয়ে খেয়ে ফেলি। উদ্ভট বিকৃত আচরণ করি নিজের সাথেই। জানিনা এই রোগ কোন রোগ আমার। তবে এই রোগটা নিয়ে মাঝেমধ্যে আনন্দ ফিল করি। এই রোগটা মাঝেমধ্যে মাথায় ভর করে বলেই এরকম কাজগুলো অটোমেটিক হয়ে যায়। কোনো প্ল্যানিং লাগে না। রাত গভীর হলে পেন্সিল – ই হয়ে ওঠে এক পাগলা ঘোড়া। যেনো আমি কিছুই করছিনা। যা করছে সব পেন্সিলে করছে। যদি আমার কোনোদিন চোখে ঘুম না আসতো! ভাবছি যদি ঘুম বলে কিছু না থাকতো,হয়তো এমন কিছু কাজ পৃথিবীর কাছে রেখে যেতে পারতাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..