1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

‘প্রশান্তিবাড়ি’ কী? এবং কেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৭৭২ বার
‘প্রশান্তিবাড়ি’ কবি-সাংবাদিক শাহনাজ মুন্নী ও সরকার আমিনের প্রতিষ্ঠিত বাড়ি। এটি ঢাকা থেকে ১৯ কিলোমিটার দূরে সোনারগাঁ উপজেলার নয়াপুর গ্রামে অবস্থিত। ২০০০ সালে ২০ শতাংশ জমি কিনে শিল্পী রাজিব রায়ের ডিজাইনে এখানে একটা টিনের ঘর তোলা হয়েছিল। তারপর সাত বছর পর টিনের ঘরটি পরিণত হয় একটি কটেজে। স আ-র ডিজাইনে তৈরি হওয়া এই কটেজটি ফেইসবুকের কল্যাণে অনেক মানুষের স্বপ্নের বাড়িতে পরিণত হয়। বিকাশের প্রয়োজনে আগে বানানো দুটি স্থাপনাকেই বিসর্জন দিতে হয়। ২১ বছর পর এবার তরুণ স্থপতি বাঁধন সরকারের নকশায় তৈরি হতে যাচ্ছে আড়াইতলা ভবন। ভবনটি শাহনাজ মুন্নী ও সরকার আমিনের বসবাসের জন্যই কেবল ব্যবহার করা হবে না। ভাবা হচ্ছে এটি হবে একটি হিলিং সেন্টার। তাও দর্শনসহ সকল মানবতাবাদী দর্শন চর্চার মাধ্যমে টেনশন, বিষণ্নতামুক্ত একটি আনন্দময় জীবন খুঁজে পাবার সমবেত চেষ্টাই হবে প্রশান্তিবাড়ির লক্ষ্য। সকল ধর্মের, বর্ণের, বিত্তের মানুষকে স্বাগত জানানো হবে এই বাড়িতে। প্রতিটি দর্শন ও ধর্মের কল্যাণময় দিকগুলোকে গ্রহণ করা হবে। আয়োজন করা হবে সেমিনার, মেডিটেশন সভা, সাইকোলজি বিষয়ক কর্মশালা। এই বাড়িটির সকল কার্যক্রম পরিচালিত হবে “না লাভ না লস”–নীতিতে। অর্থ উপার্জিত হবার মতো কাজ করা হলে খরচ মিটানোর পর প্রাপ্ত অর্থের কল্যাণময় ব্যবহার নিশ্চিত করা হবে। অসচ্ছল ছাত্রদের বৃত্তি বা অসহায় মানুষকে সহায়তাসহ নানা কার্যক্রম নেওয়া হবে। সরকার আমিন বা শাহনাজ মুন্নী অনন্তে মিশে গেলেও তার বংশধররা উল্লেখিত নীতিতে কার্যক্রম এগিয়ে নেবে। একটা ট্রাস্ট করা যেতে পারে। কন্যাদ্বয় যৌথ মনীষা ও যুক্ত মনন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সহৃদয় ব্যক্তিবর্গের সহায়তায় ও অংশগ্রহণে এই কাজকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে। কন্যাদ্বয়ের বাসস্থান হিসেবেও এই সম্পদ গণ্য হবে।
বিনীত
শাহনাজ মুন্নী
সরকার আমিন
.
*********
নিচের লিংকটিতে ক্লিক করলে পেইজটা আসবে। তখন ‘প্রশান্তিবাড়ি’ পেইজে ‘লাইক’ দিন। যুক্ত হোন।
এই বাড়ি আপনারও।
পেইজে যুক্ত হলে সব কর্মসূচির খবর আপনি পেয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..