1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ১১ মে ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

আসসালামু আলাইকুম, আপনি কি ঢাকা শহরে মনোরম পরিবেশে জমিসহ বাসার মালিক হতে চান?

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৪৩০ বার
আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়, Bankers’ Housing Society Project-10 (Ten), পদার্পণ করল। We are all from, DBBL, UCBL, Prime Bank, BRAC Bank, Premier Bank, Bank Asia, Bengal Bank, IFIC, MTBL, FSIBL, AAIBL, SJIBL, SEBL, NRBC Bank, Pubali Bank, Midland Bank, Mercantile Bank, Dhaka Bank, One Bank, Sonali, Janata, Rupali, Agrani Bank, Jamuna Bank, Union Bank, NHF, AB Bank and many more Banks as signboard attached for our future destination.
আকর্ষণীয় মূল্যে ঢাকার প্রাণকেন্দ্র মিরপুর 12, DOHS এ 10 কাঠা জমির শেয়ার বিক্রয় হবে। 🔥🔥
🎯 প্রজেক্ট এর জমির পরিমাণ-
💢 20 কাঠা ( বড় বাড়ি) l দুইটি বিল্ডিং 10 কাটা করে একসাথে হবে, 20 কাঠা ( বড় বাড়ি) l
🎯 প্রজেক্ট লোকেশন-
💢 ঢাকার প্রাণকেন্দ্র মিরপুর 12, DOHS এর পূর্বে সাগুফতা হাউজিং বড় বাড়িতে অবস্থিত l
🎯 ফিচারসমূহ –
💢 ৩ বেড
💢 ১ ড্রয়িং
💢 ১ ডাইনিং
💢 ৩ টয়লেট
💢 ৩ বারান্দা
💢 ১ কিচেন
💢 ১ সার্ভেন্ট রুম
💢 ফ্ল্যাট সাইজ – ১৭৫০ বর্গফুট (+/-)
🎯 জমির শেয়ার মূল্য –
💢 প্রতিটি শেয়ারের মূল্য ১২,০,০০০ (বারো লক্ষ টাকা)
🎯🎯বিশেষ ফিচারসমূহ
💢 কমিউনিটি হল ও নামাজের জায়গা
💢 ২ টি লিফট
টোটাল মেম্বার for each building 34, টোটাল ফ্লাট 36, বিল্ডিং হবে বেজমেন্ট + G+9, প্রতিটা ফ্ল্যাটের সাথে একটা করে কার পারকিং থাকবে, Total Flat packag (1400+200+150)=1750 স্কয়ার ফিট মিনিমাম l আনুমানিক খরচ 35 থেকে 38 লাখ টাকা মাত্র। 1st plot 30 January 2022 ( রেজিস্ট্রি সম্পাদিত) l 2nd plot শেয়ার বিক্রি চলছে, রেজিস্ট্রশন করার শেষ তারিখ ৩১ইং মে, ২০২২ l বিভিন্ন ফ্লোরে শুধু মাত্র ৫ টি ফ্ল্যাট এর শেয়ার বিক্রয় যোগ্যl বুকিং মানি 50 হাজার টাকা মাত্র l প্রতিটি শেয়ারের মূল্য 12 lac only (Including registration, mutation, Rajuk Plan approval, land demarcation).
আমাদের প্রস্তাবিত Bankers Housing Society Project-10 ইতিমধ্যে রাজুকে হস্তান্তর করা হয়েছে l দুইটি অতিরিক্ত ফ্ল্যাট বিক্রি করে টাকা সমহারে বন্টন করা হবে। উদ্দেশ্য 35 লক্ষ টাকার ভিতরে আমাদের স্বপ্নের ফ্ল্যাটটি তৈরি করা। যার বিক্রয় মূল্য 70 হতে 80 লক্ষ টাকার অধিক। আমাদের প্রতিটি প্রজেক্ট, প্রজেক্ট সদস্যদের দ্বারা গঠিত কমিটি দ্বারা পরিচালিত হয় । সেখানে একক কারো কর্তিত্ব থাকবে না ।
Bankers Housing Society ব্যাংকারদের আবাসন সমস্যা সমাধানে দৃঢ়প্রতিজ্ঞ । আমরা আপনাদের সহযোগিতা কামনা করি l সার্বিক তত্ত্বাবধায়নে, Bankers ‘Housing Society এর এডমিন প্যানেলের পক্ষ থেকে, আমিনুর রহমান মন্ডল (ব্যাংকার) ।
🎯বর্তমান যোগাযোগ ব্যবস্থাঃ
💢পল্লবী থানার নতুন বিল্ডিং, New Sagupta 60 ফিট রোড l
🎯🎯 বিস্তারিত জানতে কল করুন-
01717686694, 015 15 244 936

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..