১৯ এপ্রিল–২০২৫,
স্বাধীন আজম,
টাঙ্গাইলের কালিহাতীতে দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণের কৌশল, ভাবনা, বাস্তব ও প্রয়োগ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৯ এপ্রিল শনিবার উপজেলা এলেঙ্গা বিরতি রিসোর্স সেন্টারে এস এফ প্রোডাকশনস-ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, এডভোকেট এস এম শোয়েব রানা, বক্তব্য রাখেন, চলচ্চিত্র পরিচালক জাকিউল হক, প্রামাণ্যচিত্র নির্মাতা শহিদুজ্জামান বাদল, প্রামাণ্যচিত্র নির্মাতা শামসুল আলম বাবু, কালিহাতি প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.শাহ আলম, ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো নজরুল ইসলাম, কালিহাতি কলেজের প্রভাষক আমিরুল ইসলাম, নাছির উদ্দীন নাসিম প্রমূখ
এবিষয়ে এস এফ প্রোডাকশনের কর্নধার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত প্রামাণ্যচিত্র নির্মাতা, আমেরিকা প্রবাসী সমির ফারুক মুঠোফোনে জানান, আমার প্রতিষ্ঠান তরুণদের চলচ্চিত্র ও মিডিয়াতে দক্ষ করে তোলা এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের অংশীদার করার পাশাপাশি, আন্তর্জাতিকমানের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের প্রশিক্ষণ প্রদান করে থাকে। প্রশিক্ষণ শেষে নির্মিত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র দেশে-বিদেশের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল প্রতিযোগিতায় প্রদর্শনের সুযোগ ও সেখানে যোগদানে সহযোগিতা এবং সরকারি-বেসরকারি টেলিভিশন মিডিয়ায় ক্যামেরাপারসন হিসেবে কাজের সুযোগ সৃষ্টি করাসহ–উন্নত বিশ্ব ভ্রমণের সহযোগিতা করে থাকে। আশা করি এ প্রশিক্ষণ নিয়ে নির্মাতাগন বিশ্বের কাছে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সক্ষম হবেন। তার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ শেষে সমির ফারুক নির্মিত চারটি প্রামাণ্যচিত্র: চাইল্ড এডুকেশন, নদীর অগ্রসান, দ্য ক্রাই অফ ওয়াটার, ভেস্টেড লাইফ প্রদর্শন করা ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
স্বাধীন আজম
এ জাতীয় আরো খবর..
Leave a Reply