নতুন তোমাকে আজকাল বড্ড দূরের লাগে,
বড্ড দূরের,আপনার মনে হয় না,
কিছুতেই আর আপনার মনে হয় না।
কিংবা নতুন তোমাকে আগের মতো করে পেতে কিংবা ছুঁয়ে দেখবার সাধটাও আজ আর জাগে না।
কেনোনা নতুন তুমিতে নেই পুরনো সেই তুমিটার মায়াবী মাতাল ঘ্রাণ কিংবা মোহমায়া,
যে তুমিটা একদিন ছিল বড্ড বেশি আপনার,
বড্ডই বেশি আপনার।
নতুন তুমিকে আজকাল বড্ড দূরের লাগে,
বড্ড দূরের ।
আপনার মনে হয় না।
মনে হয় আমাদের মাঝে জেঁকে বসেছেে আজ শতবর্ষের দূরত্ব
যে দূরত্ব ক্রমশই হচ্ছে প্রকট হতে প্রকটতর।
মনে হচ্ছে আমরা আজ দুটি ভিন্ন গ্রহের
আলাদা আলাদা প্রাণী।
নতুন তুমিকে আজকাল আর আপনার মনে হয় না, মনে হয় কাছে থেকেও সে আজ যুগান্তরের দূরত্বে।
মন তার ক্রমশই যেনো হচ্ছে অন্য দিকে ধাবিত।
শত চেষ্টাতেও তারে আর বেঁধে রাখাই যাবে না কিছুতে কখনোই কোনোমতে।
তাই আর বেঁধে রাখিনি, আঁটকাইনি,
চলে যাবেই যখন তখন যাক না!
মন নেইই যখন একসাথে এক পথচলার
তখন আর তারে ক্ষণিকের তরে বেঁধে রেখে কীইবা হবে?কীই?
এই যে চেনা মানুষগুলো ক্রমে ক্রমে বদলে যাই এভাবেই
যে বদলগুলো আমরা সহজে মেনে নিতে পারি না,
কিংবা যে ব্যথাগুলোরে বলতে চেয়েও কেউরে কখনো বলতে পারি না,
নিভৃতেই লালন করে যাই গোটা পৃথিবীর অলক্ষ্যে,
সে ব্যথাগুলোরে হারিয়ে যাওয়া মানুষেরা কোনোদিন কখনোই উপলব্ধি করতে পারে না।
তারা কেবল চলে যাওয়াটাকেই সুখকর মনে করে,
মনে করে এটাই বুঝি সমস্ত ঝঞ্জাট থেকে চিরমুক্তির চিরকালীন সমাধান।
কিন্তু দিনশেষে দেখা যায় সুখের আশায় বেছে নেওয়া নতুন মানুষগুলোও তাদের কখনো সুখী করতে পারে নাহ।
এক ভয়াবহ পরিণতিতে,
পরিসমাপ্তিতে ছেড়ে যাওয়া মানুষগুলো তখন ধাবিত হয়।
তারপর তারাই আবার সেই পুরনো মানুষটার কাছেই ফিরতে চায়,
কিন্তু তখন আর ফেরার পথ থাকে না কোনো।
তাই যারা চলে যেতে চায় তাদের যেতে দিতে হয়, রুখতে নেই।
চলে যেতে দিয়ে বোঝাতে হয়, বোঝাতে হয় গোটা একজীবন
নিজস্ব একটা বিশ্বস্ত আমির অভাব কী ভীষণ প্রকট,
কী অপূরণীয় অকল্পনীয় তার অনাদিকালের অমিয় অনন্ত শূন্যতা।
Leave a Reply