মানুষের প্রতিটা কাজের জন্য তীব্রভাবে মনের জোর প্রয়োজন। মনের জোর ব্যাতিত কাজ-কর্মে সফল হওয়া অসম্ভব।
শারীরিক ভাবে অসুস্থ মানুষটার সুস্থ হয়ে ওঠার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো, তীব্র মনের জোর।
এই ধরুন রমজানের তারাবীহ এর নামাজ। সারাদিন রোজা থেকে ইফতারের পর ক্লান্ত শরীরটা নিয়ে ২৯ রাকাত নামাজ পড়াটা শরীরের জন্য এক বিশাল কষ্ট। অথচ যদি আপনার মনে তিব্র ইচ্ছা থাকে “হ্যা আমি পরবই, আমি ৩০টি রমজানের একটি তারাবীহ ও বাদ দিবো না।” এরকম প্রবল ইচ্ছে যদি আপনার মনে বিরাজ করে, তবে কখনোই আপনার নফস, শরীরের দোহাই দিয়ে তারাবীহ নামাজ বাদ দিতে পারবেনা। এটা প্রমানিত।
যদি আপনি শুধু শরীরের ওপর ছেড়ে দেন তাহলে তারাবীহের নামাজ সম্পূর্নভাবে কখনোই সম্পন্ন করতে পারবেন না। বিপরিতে আপনি যদি মনের জোর নিয়ে নামাজে দাড়িয়ে যান, তবে কেউ ঠেকাতে পারবেনা নামাজ সম্পূর্ন করায়।
ঠিক এভাবেই প্রতিটা কাজে মনের জোর চাই। যেখানে মন আর এগোবেনা সে কাজে হাজার চেষ্টা করলেও সফলতা আসবেনা। তীব্র মনের জোর শরীরকে আপনা আপনি এগিয়ে নিয়ে যায়। তাই সবর্দা রবের স্মরনে মন কে প্রফুল্ল রাখার চেষ্টা করুন।
Leave a Reply