তোমার নির্বাক মুখে যখন তাকাই
চারপাশ ভীষণ শূণ্য লাগে;
নদী,সমুদ্র,গাছ- পালা পাখি–
স্তব্ধ,স্থবির ও ভাষাহীন হয়ে যায়।
তোমার দুর্বোধ্য ইঙ্গিত আমায় আহত করে,
নিক্ষিপ্ত করে কোনো গহ্বরে,
তোমাকে আবিষ্কার করার মন্ত্র খুঁজি।
তোমার মনোজগতের গভীরে লুকাই
মিলে না কোনো সন্ধান ছন্দময় ভাষার।
তুমি যখন প্রসারিত মুখে হাসো
পৃথিবীর সকল সৌন্দর্যই ধরা দেয়,
প্রশান্তিতে ভরে যায় তখন মন
তবু চলে আলো আঁধারের খেলা;
তুমি আলোতে, আমি অন্ধকারেই থাকি।
তোমার কণ্ঠে যখন ধ্বনি উঠে
বাংলা ভাষার ধ্বনিঝংকার শুনি–
তখন তোমার প্রেম অসীম হয়ে উঠে,
আর আমি আবেগপ্রবণ হয়ে যাই।
বর্ণমালায় আবিষ্কার করি তোমাকে,
তুমি ও আমি বাঙালি হয়ে যাই
ভাষাপ্রেম,মানবপ্রেমে উদ্বুদ্ধ হই;
বন্ধন হয় চিরদিনের,
বন্ধন হয় অটুট।
সমাপ্ত ———-
Leave a Reply