হিমছড়ি পাহাড়ের মতো
স্তূপ স্তূপ উঁচু করে রাখব বই,
সহস্র বছর আয়ু প্রার্থনা করে
লিখে যাব আরও শত শত;
শব্দ,বাক্যের নিপুন কোলাহলে
লিপস্টিক,মেকাপ,নূপুরে নান্দনিক,
ছন্দময় হয়ে উঠবে আমার লেখার জগৎ।
আর জ্ঞানপিপাসু তোমরা যাঁরা আছ,
যত্ন করে রেখো চোখ বইয়ের পাতায়।
পৃথিবীর আলো নিভে গেলেও
এতটুকু ক্ষয়ে আসবে না দৃষ্টি।
কারণ, জ্ঞানের ঝলমলে আলো অনন্ত,অক্ষয়।
Leave a Reply