কে যেন দুটি হাত বাড়িয়ে ডাকে আমায়
শুনতে পাইনা স্থব্দ কর্ণ তাই।
মাঝ রাতে ঘুমের ঘোরে চেয়ে দেখি
চোখের কোনে অশ্রু নিয়ে ঠাঁয় দাঁড়িয়ে।
কে জেন আমার ফেরার অপেক্ষায়
প্রহর গুনতে গুনতে ক্লান্ত হয়ে যায়।
বুঝতে পারিনা আমি নষ্ট মস্তিষ্ক তাই
অনুভূতি গুলো কাজ করেনা আমার।
সত্যি আমি নষ্ট মানুষ!নষ্ট আমার মন
বন্ধন থেকে দূরে,ছিলে সঙ্গী প্রয়োজন।
যাকে ভালোবেসেছি জীবনের চেয়ে বেশি
সেই নষ্ট করে দিয়ে গেছে আমার জীবন।
আজো ঘুমের ঘোরে যার কান্না শুনতে পাই
সে আমার গর্ভধারিণী,মা! জন্মদাতার।
আজো চোখের কোনে অশ্রু ধরে দাঁড়িয়ে থাকে
আমি তার আদরের ছোট ভাই! বড় আদরের।
সন্ধ্যার পরে টসলাইটের আলো হাতে
অলিতে গলিতে খোঁজে জে আমাকে।
সে আমার বড় ভাই!বাবার সমতা তাই
পরিবারের বন্ধন নষ্ট করেছে একটি নারী।
এই নারীই নষ্ট!নারী সৃজন, এরা দুটি ধারা
নারী হতে পাই স্নেহ! আবার পাই যন্ত্রণা।
নারী হতে সাবধান! নারীই আস্রয় দাতা
সকল নারী নয় সমান! আছে মমতা।
Leave a Reply