অনুপস্থিতি ### আরিফা রহমান
-
আপডেট টাইম :
শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
-
৪৯৮
বার
যখন আমি হারিয়ে যাবো
কাঁদবে বসে তুমি,
তখন তোমায় বুঝতে হবে
কে ছিলাম যে আমি।
যখন আমি থাকবো নাকো
মোদের এই সংসারে,
তখন হয়ত থাকবে বসে
পথের পানে চেয়ে।
যখন আমি হাসবো না আর
তোমার পাশে এসে,
তখন হয়ত নিঃসঙ্গ হয়ে
থাকবে তুমি বসে।
যখন আমি ডাকবো না আর
চুপিচুপি তোমায়,
তখন হয়ত বলবে তুমি
ভুলনি যে আমায়।
যখন আমি কাঁদবো না আর
তোমায় না দেখে,
তখন হয়তো আসবে ছুটে
কাদবে করুন দুঃখে।
যখন আমি বলবো না আর
ভালবাস মোরে,
তখন হয়তো ফিরবে তুমি
কেঁদে কেঁদে ঘরে।।
নিউজটি শেয়ার করুন..
এ জাতীয় আরো খবর..
Leave a Reply