স্ট্রিট লাইব্রেরী ব্যাপারটা পশ্চিমা দেশগুলোতে আছে অনেকদিন হলো।কয়েকবছর আগে ভারতে দ্বাদশে পড়া এক মেয়ে এরকম পাঠাগার প্রতিষ্ঠা করে ব্যাপক সাড়া ফেলেছিল।কালের পরিক্রমায় বাংলাদেশেও গড়ে উঠছে এরকম পাঠাগার।যদিও মফস্বল এলাকায় সচারাচর এমন দেখা যায়না।
তবে এবছর টাংগাইল জেলার কালিহাতী উপজেলায় এরকম পাঠাগার গড়ে তুলেছে উদ্যোমী কিশোরীদের একটি দল।তারা হল তাসমিয়া রাফা,আকলিমা আঁখি, সুইটি আক্তার, যুইয়্যিনা ফাতেমা,হোমায়রা হিমি,বুশরা আক্তার।এরকম কাজ সত্যিই প্রশংসনীয়।শীঘ্রই পাঠাগারটির পরিসর আরো বাড়ানো হবে।
এই পাঠাগারের উন্নয়নে অংশ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন পাঠাগারটির পেজের ইনবক্সে।
পেজ লিংক-https://www.facebook.com/%E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%A5%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0-107315184644358/
Icon for this message
আর্দ্রা পথচারী পাঠাগার
Library
Leave a Reply