ফোনের পর্দায় ঝলসে ওঠে নতুন পৃথিবী,
পনেরো সেকেন্ডের বুদবুদে আটকে থাকে সময়।
কেউ নাচে, কেউ হাসে, কেউ অযথা চিৎকার করে
লাইকের গণনাই এখন ভালোবাসার একক।
বইয়ের পাতাগুলো জমে থাকে আলমারিতে,
শব্দরা এখন কেবল ক্যাপশনের কারাগারে বন্দী।
ভাবনাগুলো ছোট হতে হতে
একটা স্ক্রলিং ফিঙ্গারের তলে মরে যায়।
বৃদ্ধ বাবা শূন্য দেয়ালে চেয়ে থাকে,
মা রান্নাঘরের ধোঁয়ার আড়ালে হারিয়ে যায়,
বাচ্চাটা বাবার হাতের বদলে ধরে আছে
একটা ঠান্ডা, নীলচে আলো ছড়ানো স্ক্রিন।
সমাজের মূল্যবোধ এখন ট্রেন্ডিং সাউন্ড,
নৈতিকতা ফিল্টারের মতো বদলায় প্রতিদিন।
স্বপ্নগুলো হারিয়ে যায়
একটা পরবর্তী রিলসের মাঝে,
যেখানে সময় থেমে থাকে—
কিন্তু মানুষ ধীরে ধীরে ফুরিয়ে যায়।
Leave a Reply