আমি তোমাকে সাজাবো
সাজাবো কবির কল্পনায়
মনের আলপণায় নয়
ললাটে সিঁদুর হাতে শাখা
পায়ে ছন্দের নূপুর পরিয়ে নয়
তবুও আমি সাজাবো
এ বাসনা আমার সহজাত
তোমাকে সাজানোর এ সব অলংকার
নিছক বিলাশি সামগ্রী
সাজাবো এমনি ভাবে যেন অত্যাচারির খরঘ
না বসে নিপিরীতের কাঁধে
অনাহার ক্লিষ্ঠ ভূভূক্ষ মানুষের আহাজারি
সামরিক সরঞ্জামের ঝনঝন ধ্বনি হয়ে না বাজে
এটমের সতর্ক বাণী যেন না হয় তোমার
ঘুমন্ত সন্তানের আতংকের কারণ
এমনি এক আয়োজনে নিয়োজিত আমি
সাদ থাকলেও সাদ্ধ হবে কিনা জানিনা আমি
তবুও আমরণ বাসনা মম
তোমাকে সাজাবার
এ জাতীয় আরো খবর..
Leave a Reply